পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rajanya Haldar New Post: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের দায়িত্বে রাজন্যা - যাদবপুর ব়্যাগিং

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের সভাপতি হলেন রাজন্যা হালদার ৷ পাশাপাশি সঞ্জীব প্রামাণিককে ইউনিটের চেয়ারপার্সন করল তৃণমূল ৷

ETV Bharat
টিএমসিপি ইউনিটের দায়িত্বে রাজন্যা

By

Published : Aug 19, 2023, 7:09 AM IST

Updated : Aug 19, 2023, 8:55 AM IST

কলকাতা, 19 অগস্ট:একুশে জুলাইয়ের মঞ্চে নজর কেড়েছিলেন ৷ পরে যাদবপুরের ঘটনায় রাজনৈতিক কর্মসূচি পালন করতে গিয়ে 'আক্রান্তও' হন ৷ এবার সেই রাজন্যা হালদারকেই যাদবপুর বিশ্ববিদ্য়ালয়ের তৃণমূল ছাত্র পরিষদের দায়িত্ব দেওয়া হল ৷ রাজন্যাকে সভাপতি বেছে নেওয়ার পাশাপাশিযাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংগঠনের পর্যবেক্ষক সঞ্জীব প্রামাণিককে ইউনিটের চেয়ারপার্সন করেছে তৃণমূল ৷ টিএমসিপি রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য শুক্রবার রাতে রাজন্যা হালদার ও সঞ্জীবের নাম ঘোষণা করেছেন।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের দায়িত্বে রাজন্যা
এখন দক্ষিণ 24 পরগনার টিএমসিপি'র সহ-সভাপতি রাজন্যা হালদার ৷ গত একুশে জুলাই তৃণমূলের শহিদ দিবসের মঞ্চে গান গেয়ে এবং বক্তৃতা দিয়ে রাজনৈতিক মহলের নজরে এসেছিলেন। তারপর থেকে শোনা যাচ্ছিল রাজন্যা হালদার গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। এরই মাঝে যাদবপুর বিশ্ববিদ্যালয় ছাত্র-মৃত্যু নিয়ে ধারাবাহিক আন্দোলন চলছে। বিভিন্ন বাম ছাত্র সংগঠনও বিক্ষোভ সমাবেশে অংশ নিয়েছে । কোথাও কোথাও এ নিয়ে শাসক দলের ছাত্র সংগঠনের সঙ্গে অন্য বাম ছাত্র সংগঠনের সংঘর্ষও বাধে। তৃণমূলের তরফে সামনে থেকে নেতৃত্ব দেন রাজন্যা। এবার সেই যাদবপুরেই বড় দায়িত্ব পেলেন ছাত্রনেত্রী।

আরও পড়ুন:যাদবপুর কাণ্ডে গ্রেফতার আরও 3, ধৃত বেড়ে 12

দিন দুই আগে তৃণাঙ্কুর ভট্টাচার্য, রাজন্যা হালদার-সহ একাধিক তৃণমূল ছাত্র পরিষদের শীর্ষ নেতা যাদবপুরে মিছিল করেন। সেই মিছিলেই বিভিন্ন বামপন্থী ছাত্র সংগঠনের বিরুদ্ধে সরব হন রাজন্যা । এমনকী যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো পরিচিত বাম ঘাঁটি থেকে বাম ছাত্র সংগঠনগুলিকে উৎখাতের ডাকও দেন তিনি। তারপরই তাঁর কাঁধে যাদবপুরের দায়িত্ব দেওয়া অনেকটাই তাৎপর্যপূর্ণ বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। উল্লেখ্য, যাদবপুর ছাড়াও প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের টিএমসিপি ইউনিটের পর্যবেক্ষকের দায়িত্বেও রয়েছেন রাজন্যা হালদার ৷ পাশাপাশি তিনি দক্ষিণ 24 পরগনার জেলা সহ-সভাপতিও । এমতাবস্থায় আবারও তাঁকে নতুন দায়িত্ব দিল দল।

Last Updated : Aug 19, 2023, 8:55 AM IST

ABOUT THE AUTHOR

...view details