সোনারপুর, 5 অগস্ট: বিজেপি নেতা তথা অভিনেতা রুদ্রনীল ঘোষের বিরুদ্ধে শনিবার সোনারপুর থানায় অভিযোগ দায়ের করলেন তৃণমূলের যুব নেত্রী রাজন্যা হালদার। সম্প্রতি তৃণমূলের 21 জুলাইয়ের সভায় বক্তব্য রাখেন তৃণমূলের ডায়মন্ড হারবার যাদবপুর সাংগঠনিক জেলার যুব সহ সভাপতি রাজন্যা। তার বক্তব্য ভাইরাল হয় সমাজ মাধ্যমে। চর্চা শুরু হয় যুব নেত্রীকে নিয়ে। এরপরেই একটি সংবাদমাধ্যমে রাজন্যাকে নিয়ে মন্তব্য করেন বিজেপি নেতা রুদ্রনীল।
এই মন্তব্য সামনে আসার পরেই প্রতিবাদে সরব হন তৃণমূলের যুবনেত্রী রাজন্যা ৷ এদিন থানায় অভিযোগ জানিয়ে রাজন্যা বলেন, "বিজেপি মা-বোনদের সম্মান করতে পারে না। মণিপুরে ওরা মহিলাদের উপর অত্যাচার করছে। সেই সংস্কৃতি এখানে নিয়ে আসতে চাইছে। কিন্তু বাংলায় এই জিনিস চলবে না।" রুদ্রনীল ঘোষ একজন শিল্পী হয়ে কী ভাবে এই কথা বলেন, সেই প্রশ্ন তোলেন তিনি। দলের নির্দেশেই থানায় অভিযোগ জানাতে এসেছেন বলেও জানান রাজন্যা। পুলিশ জানিয়েছে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ভারতীয় দণ্ডবিধির 500, 506, 509 ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু হয়েছে।