কলকাতা, ৩১ জুলাই : নির্বাচনে ব্যালট ফেরাতে চেয়ে মহারাষ্ট্রে আন্দোলনে নামছে নবনির্মাণ সেনা ৷ 21 অগস্ট মিছিলের ডাক দিয়েছেন রাজ ঠাকরে ৷ সেই আন্দোলনে সামিল হওয়ার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানাতে আজ নবান্নে এসেছিলেন তিনি ৷ এই নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বেশ কিছুক্ষণ বৈঠকও করেন ৷ বৈঠকের পর তিনি জানান, এই আন্দোলনে তাঁর পাশে থাকার বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তবে, মিছিলে যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন মমতা ৷
সূত্রের খবর , বৈঠকের অধিকাংশ সময়ই ব্যালট ফেরানো নিয়ে আলোচনা করেন তাঁরা ৷ বৈঠক শেষে নবান্ন থেকে বেরিয়ে যাওয়ার সময় রাজ ঠাকরে বলেন, "EVM ও VVPAT নিয়ে যা চলছে সেই কারণে আজ আমি এখানে এসেছি । মুম্বইয়ে আমরা একটা মিছিল করছি । সেই মিছিলে মমতাকে আমন্ত্রণ জানানোর জন্য এখানে এসেছি । মমতা আমাদের পাশে থাকার বার্তা দিয়েছেন ৷ তিনি গণতন্ত্র বাঁচানোর জন্য স্বার্থহীনভাবে কাজ করবেন বলে জানিয়েছেন ।"
ব্যালট ফেরানোর আন্দোলন প্রসঙ্গে তিনি বললেন, "মহারাষ্ট্রে আমরা নির্বাচন কমিশনের কাছে দাবি করেছিলাম ব্যালটে ভোট করাতে । কিন্তু, পরিস্থিতি যা হচ্ছে তা একদমই ঠিক না । দেশে প্রায় ৩৭০ টি কেন্দ্রে EVM নিয়ে সমস্যা হয়েছে । যখন সব উন্নত দেশগুলি EVM বন্ধ করে দিয়েছে তখন ভারতে এটা কেন চালানো হচ্ছে ?"
ভিডিয়োয় শুনুন রাজ ঠাকরের বক্তব্য এটা কি মোদি বিরোধী রণকৌশল ? এই প্রশ্নের উত্তরে রাজ ঠাকরে বলেন, "এটা অ্যান্টি মোদি না । এটা অ্যান্টি EVM । অ্যান্টি EVM মানে যদি অ্যান্টি মোদি মনে হয় তাহলে আমাদের কিছু আপত্তি নেই । ব্যালট ফেরানোর দাবি নিয়ে আমরা সোনিয়া গান্ধির সঙ্গে দেখা করেছি । আরও অনেক বরিষ্ঠ নেতাদের সঙ্গেও দেখা করব ।"
অন্যদিকে, আজকের বৈঠক প্রসঙ্গে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "কেউ যদি নির্বাচনের আগেই বলে দেয় এত আসন পাব, তাহলে EVM-কে কীভাবে বিশ্বাস করা যায় ? আমরা কেন ব্যবহার করব EVM ? মহারাষ্ট্রের একটি মিছিল করবেন বলে রাজ ঠাকরে আমাকে আমন্ত্রণ জানাতে এসেছিলেন ৷"