কলকাতা ,23 জুন : মানবিক রাজ ৷ ভবঘুরে দক্ষ বেহালা বাদকের প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দিলেন চলচ্চিত্র পরিচালক ও ব্যারাকপুরের বিধায়ক রাজ চক্রবর্তী ৷ ব্যবস্থা করে দিলেন থাকার জায়গার ৷ সেইসঙ্গে আশ্বাস দিলেন, পেশাদার সংগীত জগতে বেহালা বাজানোর সুযোগ দেবেন তাঁকে ৷
আগের বছরই দেখা মিলেছিল ভবঘুরে এই বেহালা বাদকের ৷ কলকাতার গলিতে গলিতে বেহালা বাজিয়ে বিষণ্ণ কলকাতার বুকে প্রাণ সঞ্চার করে বেড়াচ্ছিলেন তিনি ৷
আরও পড়ুন :ঝাপসা হচ্ছে চোখের আলো, তবু বাতাসে সুর ছড়াচ্ছেন ভগবান
নাম তাঁর ভগবান মালি ৷ বয়স 71 ৷ মালদার বাসিন্দা ৷ লকডাউনের কারণে ফিরতে পারেননি তাঁর গ্রামে ৷ গান গেয়ে, বেহালা বাজিয়েই সংসার চলে ৷ তবে আগের বছর লকডাউনের জেরে বন্ধ হয়ে যায় তাঁর রুজি রোজগার ৷