পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raj Bhavan: পুজোর আগে 71 জেলবন্দিকে মুক্তি দিতে চায় রাজ্য! কারণ জানতে চেয়ে নবান্নকে চিঠি রাজভবনের - রাজ্যপাল

Raj Bhavan Letter to Nabanna: পুজোর আগে 71 জন জেলবন্দিকে মুক্তি দিতে ইচ্ছুক রাজ্য সরকার ৷ কারণ জানতে চেয়ে নবান্নকে চিঠি পাঠাল রাজভবন ৷

Etv Bharat
Etv Bharat

By ETV Bharat Bangla Team

Published : Oct 13, 2023, 4:50 PM IST

Updated : Oct 13, 2023, 5:09 PM IST

কলকাতা, 13 অক্টোবর:পুজোর আগে 71 জন জেলবন্দিকে মুক্তি দিতে চায় রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্যপালের অনুমতি বা স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। কিন্তু, নবান্নের তরফে সেই ৭১ জনের নামের তালিকা রাজভবনে পৌঁছলেও বিস্তারিত রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি রাজ্যপালের সচিবালয়ে ৷ ফলে, কেন এই 71 জন জেলবন্দিকে পুজোর আগে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে রাজভবনের চিঠি গেল নবান্নে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে রাজভবন থেকে নবান্নে চিঠি পাঠানো হয়েছে বলেই খবর। তবে এবার মুখ্যমন্ত্রীকে নয়, সরাসরি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার নবান্ন সূত্রে খবর, বন্দিমুক্তির বিষয়ে বিস্তারিত রিপোর্ট রাজভবনের তরফে চেয়ে পাঠানো হয়েছে নাবান্নের কাছে। সূত্রের দাবি, 71 জনের মুক্তির বিষয়ে রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে দ্রুত বিস্তারিত রিপোর্ট রাজভবনে পৌঁছবে। তারই ভিত্তিতে পদক্ষেপ করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।

রাজভবনের 'সদিচ্ছা' প্রসঙ্গেই জোরালো প্রশ্ন উঠে আসছে , রাজ্য সরকারের যদি সদিচ্ছা না থাকত, তবে কেন 71 জনের নামের তালিকা রাজভবনে পাঠাবে? এই বিষয়ে রাজভবন সুত্রে খবর, চলতি বছরের স্বাধীনতা দিবসের আগেও বেশ কয়েকজন জেলবন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে নবান্নের তরফে নামের তালিকা পাঠানো হয়েছিল রাজভবনে। কিন্তু, পরবর্তীকালে রাজভবনের তরফে পালটা নবান্নকে সেই জেলবন্দিদের বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়।

'জেলবন্দিদের মুক্তি দিতে চান রাজ্যপাল'- বিষয়টি প্রচারিত হলেও আজও নবান্ন সেই রিপোর্ট রাজভবনে পাঠায়নি বলে সূত্রের খবর। আর এই বিষয়ে রাজ্য সরকারের সদিচ্ছার প্রসঙ্গটি উঠে আসছে। এদিকে এই মুহূর্তে কলকাতাতেই নেই রাজ্যপাল সিভি আনন্দ বোস। আগামিকাল অর্থাৎ শনিবার তাঁর কলকাতায় ফিরে আসার কথা রয়েছে। রাজভবন সূত্রের দাবি, জরুরি কাজ না থাকলে ওইদিনই কলকাতা ফিরবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস। ফলে তাঁর কলকাতা ফেরার আগেই নবান্নকে চিঠি পাঠানো নিয়ে নতুন করে রাজ্য-রাজ্যপাল সংঘাতের আবহাওয়া তৈরি হতে পারে বলেই অভিজ্ঞ মহলের একাংশ মনে করছেন।

আরও পড়ুন: আদালতের নির্দেশের অবমাননা, রাজ্য নির্বাচন কমিশনারকে হাজিরার নির্দেশ হাইকোর্টের

আরও একটি গুরুত্বপূর্ণ বিষয়, বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ সংক্রান্ত বিষয় নিয়ে আলোচনা করতে চেয়ে মুখ্যমন্ত্রীকে রাজভবনে ডেকে পাঠিয়েছেন রাজ্যপাল। যদিও সেই বৈঠকের দিনক্ষণ এখনও জানা যায়নি কোনও পক্ষ থেকেই। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠকের সময় জানাবেন বলেই রাজভবন সূত্রের দাবি করা হয়েছে।

Last Updated : Oct 13, 2023, 5:09 PM IST

ABOUT THE AUTHOR

...view details