কলকাতা, 13 অক্টোবর:পুজোর আগে 71 জন জেলবন্দিকে মুক্তি দিতে চায় রাজ্য সরকার। এই বিষয়ে রাজ্যপালের অনুমতি বা স্বাক্ষরের প্রয়োজন রয়েছে। কিন্তু, নবান্নের তরফে সেই ৭১ জনের নামের তালিকা রাজভবনে পৌঁছলেও বিস্তারিত রিপোর্ট এখনও এসে পৌঁছয়নি রাজ্যপালের সচিবালয়ে ৷ ফলে, কেন এই 71 জন জেলবন্দিকে পুজোর আগে মুক্তি দেওয়া হবে, সে বিষয়ে বিস্তারিত জানতে চেয়ে রাজভবনের চিঠি গেল নবান্নে। রাজ্যপাল সিভি আনন্দ বোসের নির্দেশে রাজভবন থেকে নবান্নে চিঠি পাঠানো হয়েছে বলেই খবর। তবে এবার মুখ্যমন্ত্রীকে নয়, সরাসরি রাজ্যের মুখ্যসচিবকে চিঠি পাঠানো হয়েছে বলে জানা গিয়েছে। শুক্রবার নবান্ন সূত্রে খবর, বন্দিমুক্তির বিষয়ে বিস্তারিত রিপোর্ট রাজভবনের তরফে চেয়ে পাঠানো হয়েছে নাবান্নের কাছে। সূত্রের দাবি, 71 জনের মুক্তির বিষয়ে রাজ্য সরকারের সদিচ্ছা থাকলে দ্রুত বিস্তারিত রিপোর্ট রাজভবনে পৌঁছবে। তারই ভিত্তিতে পদক্ষেপ করবেন রাজ্যপাল সিভি আনন্দ বোস।
রাজভবনের 'সদিচ্ছা' প্রসঙ্গেই জোরালো প্রশ্ন উঠে আসছে , রাজ্য সরকারের যদি সদিচ্ছা না থাকত, তবে কেন 71 জনের নামের তালিকা রাজভবনে পাঠাবে? এই বিষয়ে রাজভবন সুত্রে খবর, চলতি বছরের স্বাধীনতা দিবসের আগেও বেশ কয়েকজন জেলবন্দিকে মুক্তি দেওয়ার বিষয়ে নবান্নের তরফে নামের তালিকা পাঠানো হয়েছিল রাজভবনে। কিন্তু, পরবর্তীকালে রাজভবনের তরফে পালটা নবান্নকে সেই জেলবন্দিদের বিষয়ে বিস্তারিত রিপোর্ট চাওয়া হয়।