পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

West Bengal Foundation Day: পশ্চিমবঙ্গ দিবস পালনের প্রস্তুতি শেষের পর কেন আপত্তি জানাল রাজ্য, প্রশ্ন রাজভবনের - মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

আজ 20 জুন ছিল পশ্চিমবঙ্গ দিবস ৷ এই দিবস রাজভবনে পালিত হয় মঙ্গলবার ৷ যদিও এই নিয়ে আপত্তি তুলেছিল রাজ্য সরকার ৷ কিন্তু এই নিয়ে রাজভবনের পালটা প্রশ্ন, সমস্ত প্রস্তুতি শেষ হওয়ার পর কেন আপত্তি জানালো হল ?

West Bengal Foundation Day
West Bengal Foundation Day

By

Published : Jun 20, 2023, 7:51 PM IST

কলকাতা, 20 জুন: রাজ্য ও রাজভবন সংঘাত লেগেই রয়েছে । পশ্চিমবঙ্গ দিবস উদযাপন নিয়ে গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যপাল সিভি আনন্দ বোসের সঙ্গে ফোনে কথা বলার পর রাতের চিঠিও পাঠান । যা নিয়ে আবার নতুন করে বিতর্ক শুরু হয়েছে ।

রাজভবনের তরফে মঙ্গলবার বিকেলে পালটা বিবৃতি দেওয়া হয়েছে । এতে স্পষ্ট বলা হয়েছে, গত 11 মে দিবস উদযাপনের বিষয়টি রাজ্য সরকার ও রাজভবন উভয়কে জানানো হয়েছিল কেন্দ্রীয় সরকারের তরফে । এ রাজ্যের রাজভবন তো বটেই অন্যান্য রাজ্যের রাজভবনগুলোতে 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের বিষয়টি জানানো হয় । স্বাভাবিকভাবে রাজ্যের রাজভবন 20 জুন পশ্চিমবঙ্গ দিবস উদযাপনের যাবতীয় প্রস্তুতি সেরে ফেলে 19 জুনের মধ্যে ।

কিন্তু রাজ্যের সরকার হঠাৎ করে পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন না করার অনুরোধ জানায় । কেন এতদিন বিষয়টি ফেলে রাখা হয়েছিল এবং শেষ মুহূর্তে এসে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন না করার অনুরোধ জানানো হল, সেই বিষয়ে গুরুত্ব দেওয়া হবে বলে এদিনের প্রেস বিবৃতিতে স্পষ্ট জানানো হয়েছে রাজভবনের তরফে । ফলে এই বিষয়টি নিয়ে আরও যে জল ঘোলা হবে, তা আর বলার অপেক্ষায় রাখে না ।

রাজভবনের আরও বক্তব্য, এখন পর্যন্ত ভারত সরকারের পরামর্শ অনুযায়ী পশ্চিমবঙ্গের রাজভবন ইতিমধ্যে পাঁচটি রাজ্যর প্রতিষ্ঠা দিবস পর্যবেক্ষণ করেছে । পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস উদযাপন ছিল সেই ক্রমানুসারে পরামর্শে প্রস্তাবিত । রাজভবন যখন উদযাপন সভার প্রস্তুতি প্রায় সেরে ফেলেছে, তখন 19 জুন সন্ধ্যায় রাজ্য সরকার পশ্চিমবঙ্গের প্রতিষ্ঠা দিবস পালন না করার অনুরোধ করেছে ।

একই দিনে অর্থাৎ 19 জুন রাষ্ট্রপতি দ্রৌপদী মূর্মুর তরফে 20 জুন প্রতিষ্ঠা দিবস উদযাপন উপলক্ষে পশ্চিমবঙ্গের মানুষকে শুভেচ্ছা বার্তা পাঠান । যা এদিনের অনুষ্ঠানে রাজ্যপাল পাঠ করেন । এরকম পরিস্থিতিতে রাজ্য সরকারের কাছ থেকে প্রাপ্ত চিঠির বিষয়বস্তু সংশ্লিষ্ট সকলের সঙ্গে বিবেচনা করা হবে বলেই রাজভবন জানিয়েছে । রাজ্যপাল জানিয়েছেন, অগ্রাধিকারের ভিত্তিতে বিষয়টি উপযুক্ত কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করা হবে । একই সঙ্গে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে ।

আরও পড়ুন:মমতার অভিযোগে সাড়া দিলেন না বোস, রাজভবনে আনন্দেই পালিত হল রাজ্য 'ফাউন্ডেশন ডে'

ABOUT THE AUTHOR

...view details