কলকাতা, 11 মে:সারাফ হাউসে ভয়াবহ অগ্নিকাণ্ডের পর একটি নির্দেশিকা জারি করল রাজভবন ৷ সেই নির্দেশিকায় আগুন প্রতিরোধ, প্রতিক্রিয়া ও প্রতিকার পদ্ধতির কথা বলা আছে ৷
বুধবার রাজভবনের পাশেই অবস্থিত সারাফ হাউসে ভয়াবহ আগুন লাগে । আগুনের তীব্রতা দেখে রাজভবন থেকে বেরিয়ে আসেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । পরে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও ঘটনাস্থলে যান । দীর্ঘ চেষ্টার পর দমকলের আধিকারিকরা আগুন নেভাতে সক্ষম হন । আগুনের ভয়াবহতার সাক্ষী হওয়ার পর বৃহস্পতিবার রাজভবন থেকে আগুন লাগার কারণ ও আগুন নিয়ন্ত্রণ নিয়ে পাঁচ পাতার একটি নির্দেশিকা জারি করা হয়েছে । একইসঙ্গে আগুনের থেকে বাঁচতে তিনটি 'প' অর্থাৎ প্রতিরোধ, প্রতিক্রিয়া ও প্রতিকার পদ্ধতির কথা বলা হয়েছে সেই নির্দেশিকায় ।
রাজভবনের ওই অ্যাডভাইজারিতে স্পষ্ট বলা হয়েছে যে, আগুন লাগার ঘটনা আচমকা কোনও ঘটনা নয় । এগুলি অনেকগুলি কারণের ফলাফল । যা একত্রিত হয়ে যে কোনও সময় মারাত্মক আগুনের কারণ হতে পারে । বৈদ্যুতিক ত্রুটি, যেমন অতিরিক্ত গরম হওয়া এবং শর্ট সার্কিট অগ্নিকাণ্ডের কারণ হতে পারে । রান্নার দুর্ঘটনা, ধূমপান ইত্যাদিও সহজেই আগুন জ্বালাতে পারে । তবে, আগুন প্রতিরোধ করা যায় ! প্রতিরোধ, প্রতিক্রিয়া ও প্রতিকার পদ্ধতি অনুসরণ করে জীবন ও সম্পত্তির ক্ষতি কমিয়ে আনা যায় বলে জানানো হয়েছে নির্দেশিকায় ৷