পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Raj Bhaban on Poila Boisakh: পয়লা বৈশাখেই সাধারণের জন্য খুলে যাচ্ছে রাজভবনের দরজা

পয়লা বৈশাখেই সাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজভবনের দরজা ৷ শুরু হয়ে যাবে হেরিটেজ ওয়াকও ৷

Raj Bhaban ETV Bharat
রাজভবন

By

Published : Apr 13, 2023, 2:16 PM IST

Updated : Apr 13, 2023, 2:52 PM IST

কলকাতা, 13 এপ্রিল: আগামী শনিবার পয়লা বৈশাখের দিনে জনসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে রাজভবনের দরজা । আনুষ্ঠানিক উদ্বোধনের পাশাপাশি হেরিটেজ ওয়াকও শুরু করা হবে । প্রাথমিকভাবে ঠিক করা হয়েছে, রাজভবনের ভিতরে থাকা সুইমিং পুল, ঝুলন্ত সেতু, লাইব্রেরি ইত্যাদি ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ । তবে সামগ্রিকভাবে হেরিটেজ ওয়াকের তালিকায় কী কী থাকবে তা এখনও স্পষ্ট নয় ।

রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সাম্প্রতিক কলকাতা সফরের সময় রাজভবন সাধারণ মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়ার কথা ঘোষণা করেছিলেন রাজ্যপাল সিভি আনন্দ বোস । ঔপনিবেশিক ধারণার পরিবর্তন ঘটিয়ে 'জন রাজভবন'-এর ধারণা স্থাপন করার জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয় । আগামী 15 এপ্রিল শনিবার বাংলা 1430 বঙ্গাব্দের প্রথম মাসের প্রথম দিনেই সাধারণের জন্য রাজভবনের দরজা খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ।

আনুষ্ঠানিক উদ্বোধনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থাকতে পারেন বলেও জানা গিয়েছে । তবে এখনও পর্যন্ত কোনও সরকারি ঘোষণা হয়নি বা আনুষ্ঠানিকভাবে রাজভবনের তরফে কোনও বিজ্ঞপ্তি জারি করা হয়নি ।

রাজভবন সূত্রের দাবি, রাজ্যপাল সিভি আনন্দ বোস ইতিমধ্যেই 'পয়লা বৈশাখ'-এর অনুষ্ঠানের প্রস্তুতি শুরু করার নির্দেশ দিয়েছেন । পয়লা বৈশাখের অনুষ্ঠান উদযাপনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে । তবে তিনি উপস্থিত থাকবেন কি না এখনও তা নিশ্চিত নয় । নাম প্রকাশে অনিচ্ছুক রাজভবনের এক আধিকারিক বলেন, "পয়লা বৈশাখে রাজভবনে অনুষ্ঠানের আয়োজন করা হবে । তার প্রস্তুতি তুঙ্গে । রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানানো হবে । অন্যান্য পদস্থ অধিকারীদেরও আমন্ত্রণ জানানো হবে । ওই দিন রাজভবনের গেট সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হবে । প্রাথমিক ভাবে ওই দিন থেকে রাজভবন 'জন রাজভবন' নামে পরিচিত পাবে ।"

1803 সালে ব্রিটিশদের দ্বারা নির্মিত হয় ঐতিহ্যবাহী রাজভবন । সেখানে বিশেষ পদমর্যাদা, রাজনৈতিক দল বা ব্যক্তি বিশেষ অনুমতি নিয়ে প্রবেশ করতে পারেন । সাধারণ মানুষ চাইলেও ঢুকতে পারেন না । ফলে, আগামী শনিবার পয়লা বৈশাখে সেই নিয়মের অবসান ঘটতে চলেছে । তবে, রাজভবনের প্রত্যেকটি জায়গায় সাধারণ মানুষ চাইলেও ঘুরতে পারবেন এমনটা নয় । বরং, নির্দিষ্ট কিছু জায়গা ঘোরার অনুমতি দেওয়া হবে । যদিও তার তালিকা এখনও প্রস্তুত হয়নি । তবে, মনে করা হচ্ছে যে, রাজভবন চত্বর, ঝুলন্ত সেতু, লাইব্রেরি, বাগান ইত্যাদি ঘুরে দেখতে পারবেন সাধারণ মানুষ ।

আরও পড়ুন:ঔপনিবেশিকতার অবসান, জনগণের রাজভবনে এবার করা যাবে হেরিটেজ ওয়াক

Last Updated : Apr 13, 2023, 2:52 PM IST

ABOUT THE AUTHOR

...view details