কলকাতা, 1 জুলাই: রথের দিনেই বর্ষা তার নয়া ইনিংস শুরু করবে দক্ষিণবঙ্গে । তবে টি-টোয়েন্টির মেজাজে নয়, হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গে (West Bengal Weather Update) । আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, "উত্তরবঙ্গে অবশেষে বৃষ্টি তার গতিতে রাশ টানতে চলেছে । আগামী তিন থেকে চারদিন উত্তরবঙ্গের সমস্ত জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । উত্তরবঙ্গে নতুন করে ভারি বৃষ্টির সম্ভাবনা নেই । যদিও হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।"
উত্তরবঙ্গে বৃষ্টি রাশ ধরার সঙ্গে এবার দক্ষিণবঙ্গে দাপট দেখানোর ইঙ্গিত দিতে শুরু করেছে বর্ষা। তবে আপাতত দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে, ভারি বৃষ্টির কোনও সম্ভাবনা নেই । তবে মৌসুমী অক্ষরেখার প্রভাবে আগামী কয়েকদিনে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে । ততদিন পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে । কলকাতাতেও কয়েক হালকা মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা ৷ হাওয়া অফিসের উপ-অধিকর্তার এই পূর্বাভাসে স্বস্তি গাঙ্গেও পশ্চিমবঙ্গে ।