কলকাতা, 12 অক্টোবর : রাজ্যের বেশ কিছু অংশ থেকে দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু সরে যাওয়ায় বর্ষা বিদায়ের পালা শুরু হল সপ্তমীতে । তবে পূর্ব-মধ্য বঙ্গোপসাগর ও সংলগ্ন আন্দামান সাগরের উপরে একটি নিম্নচাপ তৈরি হতে চলেছে । যার জেরে 14 অক্টোবর নবমীর দিন পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, দুই 24 পরগনা, হাওড়া, হুগলি, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অন্য জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে । 15 অক্টোবর দশমীর দিন বৃষ্টি আরও বাড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া অফিস । উপকূলের জেলাগুলোয় বৃষ্টিপাতের পরিমাণ একটু বেশি থাকবে ।
পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূমের কিছু অংশ ও মালদার কিছু অংশ থেকে ইতিমধ্যে বর্ষা বিদায় বিদায় নিয়েছে । এই মুহূর্তে শিলিগুড়ি, মালদা, শ্রীনিকেতন, মেদিনীপুর পর্যন্ত দক্ষিণ-পশ্চিম মৌসুমী বিদায়ের রেখা বিস্তৃত হয়েছে । আগামী 24 ঘণ্টায় আবহাওয়া শুষ্ক থাকবে । উত্তর থেকে দক্ষিণবঙ্গের কোনও জেলাতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই । আলিপুর আবহাওয়া অফিসের অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন, "আগামী 48 ঘণ্টার মধ্যে আমাদের রাজ্য থেকে এ বছরের মতো সম্পূর্ণভাবে বর্ষা বিদায় নিতে চলেছে । তবে আগামী 13 তারিখ থেকে ফের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ।"
আরও পড়ুন : Durga Pujo : করোনাকে থোড়াই কেয়ার , মাস্কহীন দর্শনার্থী ; অসহায় পুলিশ