কলকাতা, 6 অগস্ট : আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের উপকূলবর্তী জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া অফিস । দক্ষিণের বাকি জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে । আজ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে । সোমবারের পর থেকে উত্তরের জেলাগুলিতে ফের বৃষ্টির পরিমাণ বাড়বে বলে হাওয়া অফিস সূত্রে খবর ।
উত্তর বঙ্গোপসাগর সংলগ্ন পশ্চিমবঙ্গের উপর তৈরি যে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছিল তা ক্রমশ উপরের দিকে এগিয়ে যাচ্ছে । এর ফলে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমেছে । তবে উত্তরবঙ্গে বৃষ্টির পরিমাণ ক্রমশ বাড়বে বলে জানিয়েছে হাওয়া অফিস । আগামী শনিবার পর্যন্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে ।
আরও পড়ুন :West Bengal Corona Update : রাজ্যে সামান্য কমল সংক্রমণ, এদিনও সংক্রমণে 100 পার উত্তর 24 পরগনায়