পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, হতে পারে কালবৈশাখিও - rain with thunder forecast

ঘূর্ণাবর্ত ও নিম্নচাপের জেরে আজ থেকেই বৃষ্টির পূর্বাভাস রাজ্যে । আগামীকাল বাড়তে পারে বৃষ্টির পরিমাণ । দক্ষিণবঙ্গে হতে পারে কালবৈশাখিও ।

ছবি
ছবি

By

Published : Apr 20, 2020, 3:36 PM IST

কলকাতা, 20 এপ্রিল : অসমে ঘূর্ণাবর্ত ও অসম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত একটি নিম্নচাপ থাকায় আজ ও আগামীকাল কলকাতাসহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আলিপুর আবহাওয়া অফিস জানিয়েছে, উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হবে । হতে পারে ঝড়ও ।

অসমে একটি ঘূর্ণাবর্ত রয়েছে । পাশাপাশি অসম থেকে মধ্যপ্রদেশ পর্যন্ত নিম্নচাপ থাকায় বঙ্গোপসাগর থেকে রাজ্যে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ স্বাভাবিকের থেকে অনেকটা বেশি থাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে । আগামী 24 ঘণ্টায় উত্তরবঙ্গের পাঁচটি জেলায় ও দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, পূর্ব মেদিনীপুর ও পশ্চিম মেদিনীপুরের ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে ।

আজ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বিক্ষিপ্তভাব ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল ঝড় বৃষ্টির পরিমাণ বাড়বে । আবহাওয়া অফিস জানিয়েছে, আগামী কাল 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি হবে । দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় আগামীকাল কালবৈশাখিও হতে পারে । এর পাশাপাশি বুধবার ও বৃহস্পতিবারও রাজ্যে বিক্ষিপ্ত এলাকায় ঝড় বৃষ্টি হবে ।

কলকাতায় আজ সকাল থেকে আকাশ আংশিক মেঘলা রয়েছে । বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতা বেশি রয়েছে । গরমের সঙ্গে সঙ্গে রয়েছে অস্বস্তিও । আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 34.6 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বোচ্চ নিম্ন তাপমাত্রা 27.2 ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে 20 ডিগ্রি বেশি । বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ সর্বোচ্চ 87 শতাংশ ও সর্বনিম্ন 47 শতাংশ । আগামী 24 ঘণ্টায় কলকাতায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকবে । গত 24 ঘণ্টায় কলকাতায় বৃষ্টিপাত হয়নি ।

ABOUT THE AUTHOR

...view details