কলকাতা, 12 অগস্ট: নিম্নচাপের জেরে ভারী বৃষ্টির পূর্বাভাস থাকলেও তার দেখা সেভাবে মিলছে না (West Bengal Weather Update)। ফলে বৃষ্টির ঘাটতি মেটার যে আশা নিম্নচাপের হাত ধরে আশা করেছিল দক্ষিণবঙ্গ, সেই আশায় জল । আবহাওয়া দফতর ইতিমধ্যে জানিয়েছে নিম্নচাপের শক্তি কমেছে । পশ্চিমবঙ্গের উপকুলে আরও একটি ঘূর্ণাবর্ত উপস্থিত । ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ।
দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুরে ভারী বৃষ্টি হলেও তা বর্ষার প্রত্যাশিত বৃষ্টি নয় । পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, ঝাড়গ্রাম, বাঁকুড়াতে বৃষ্টি হলেও তা বিক্ষিপ্তভাবেই হয়েছে । আজ থেকে বৃষ্টি কমবে দক্ষিণবঙ্গে । একইভাবে উত্তরবঙ্গেও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই । উপরের পাঁচটি জেলায় বৃষ্টি হলেও তা হালকা থেকে মাঝারি হবে । রবিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়লেও ভারী বৃষ্টি হবে না । ফলে পুরো রাজ্য জুড়েই বৃষ্টিকে তার প্রত্যাশিত মেজাজে পাওয়ার সম্ভাবনা কম ।