আবহাওয়া কেমন থাকবে জানাচ্ছে হাওয়া অফিস কলকাতা, 6 সেপ্টেম্বর: নিম্নচাপ সৃষ্টি হলেও তার অবস্থান বাংলার উপকূল থেকে অনেকটা দূরে। ক্রমশ তা ওড়িশা ও ছত্তিশগড় হয়ে আরও পশ্চিম দিকে সরবে। ফলে বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ তৈরি হলেও তার কোনও প্রত্যক্ষ প্রভাব রাজ্যের উপর পড়বে না। পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে শুক্রবার পর্যন্ত বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে। প্রথম দিকে উত্তরবঙ্গে বৃষ্টি হলেও পরের দিকে তা কমতে থাকবে।
এই বিষয়ে আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় বলেন, "ওড়িশা-অন্ধপ্রদেশ উপকূলে একটি নিম্নচাপ তৈরি হয়েছে । এই নিম্নচাপের অবস্থান পশ্চিমবঙ্গের উপকূলের থেকে অনেকটাই দূরে। নিম্নচাপটি ওড়িশা ও ছত্তিশগড় হয়ে আরও পশ্চিম দিকে অগ্রসর হবে। এই নিম্নচাপের ফলে আমাদের রাজ্যে খুব একটা বেশি বৃষ্টি হবে না।"
জানা গিয়েছে, এই নিম্নচাপের ফলে রাজ্যে জলীয় বাষ্প ঢুকবে। তার প্রভাবে দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত পরিমাণে বৃষ্টি হবে। বৃষ্টি চলবে শুক্রবার পর্যন্ত। শনিবার থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ কমবে। শুক্রবার দক্ষিণবঙ্গে বৃষ্টি একটু বেশি হবে। 24 ঘণ্টা পর থেকে উত্তরবঙ্গেও বৃষ্টির পরিমাণ সামান্য বাড়বে। বৃষ্টি মূলত রাতের দিকে হবে বলে দিনের তাপমাত্রার বড় একটা পরিবর্তন হবে না। আপাতত কয়েকদিন কলকাতার তাপমাত্রা 31 থেকে 32 ডিগ্রি সেলসিয়াসের আশপাশে থাকতে পারে। বৃহস্পতিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সতর্কবার্তা রয়েছে।
মঙ্গলবার কলকাতা এবং তার আশপাশের অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 31.5 ডিগ্রি সেলসিয়াস ৷ স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম । সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26 ডিগ্রি সেলসিয়াস ৷ বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 95 শতাংশ। গত 24 ঘণ্টায় সামান্য পরিমাণে বৃষ্টি হয়েছে। আজ বুধবার দিনের আকাশ মূলত মেঘলা। সঙ্গে কয়েক পশলা বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতেরও সম্ভাবনা। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 32 এবং 27 ডিগ্রির আশেপাশে থাকতে পারে ।
আরও পড়ুন : জন্মাষ্টমীতে আপনার রাশির শুভযোগ জানতে চোখ রাখুন রাশিফলে