কলকাতা, 14 অগস্ট: বিক্ষিপ্ত বৃষ্টিতে ভিজছে বাংলা। তাপমাত্রার পারদ পঁয়ত্রিশের নীচে। তবুও ঘামছে বাংলা। কারণ বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতি। ভ্যাপসা গরমে অস্বস্তিকর পরিস্থিতি। উত্তরবঙ্গের উপরের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও কোচবিহারে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে আগামী তিনদিন। দুই দিনাজপুর এবং মালদায় হালকা থেকে চলবে মাঝারি বৃষ্টি, জানাল হাওয়া অফিস ৷ মৌসুমী অক্ষরেখা এই মুহূর্তে সীতামারি কিষাণগঞ্জ থেকে মালদা হয়ে মণিপুর পর্যন্ত বিস্তৃত।
আরেকটি মৌসুমী অক্ষরেখা দক্ষিণবঙ্গের উপর দিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। ফলে উত্তর এবং দক্ষিণ দুই বঙ্গেই বৃষ্টি চলবে। তা কখনও ভারী, আবার বেশিরভাগ সময় হালকা থেকে মাঝারি। রবিবার বাংলাদেশ সংলগ্ন গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ফলে দক্ষিণ 24 পরগনা এবং উপকূলের কাছাকাছি জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে। তবে এই ঘূর্ণাবর্তের কারণে বৃষ্টি হলেও তা কখনও ভারী বৃষ্টি হবে না। কলকাতাতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। আর তা সেটা হালকা থেকে মাঝারি। এককথায় যেখানে মেঘ, সেখানে বৃষ্টি।
আরও পড়ুন:চলতি সপ্তাহে আর্থিক ক্ষতির আশঙ্কা কোন রাশির ? জেনে নিন সাপ্তাহিক রাশিফলে