পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rain in Kolkata : অবশেষে ভিজল তিলোত্তমা, শনির সন্ধ্যায় স্বস্তির বর্ষণ কলকাতায় - Hottest April in 122 years for northwest and central India

প্রতীক্ষার অবসান ৷ সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বৃষ্টি নামল শহর কলকাতায় ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে শনিবার ভিজল তিলোত্তমা (Rain in Kolkata) ৷

Kolkata Rain
অবশেষে ভিজল তিলোত্তমা, শনির সন্ধ্যায় স্বস্তির বর্ষণ কলকাতায়

By

Published : Apr 30, 2022, 7:58 PM IST

Updated : Apr 30, 2022, 9:07 PM IST

কলকাতা, 30 এপ্রিল : প্রতীক্ষার অবসান ৷ সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বৃষ্টিতে ভিজল শহর কলকাতা ৷ আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস মিলিয়ে শনিবার সন্ধ্যায় বৃষ্টি নামল তিলোত্তমায় ৷ তীব্র দহনের হাত থেকে সাময়িক স্বস্তি পেলেন শহরবাসী (rain starts in kolkata after two month) ৷

দক্ষিণবঙ্গের সঙ্গে এবার বৃষ্টিস্নাত কলকাতাও ৷ জেলাগুলিতে গতকাল বৃষ্টি হলেও কলকাতার ভাগ্যে জুটছিল না ছিঁটেফোঁটাও । কিন্তু এদিন সব আক্ষেপ মিটিয়ে দাবদাহের হাত থেকে স্বস্তি দিল ঝড়-বৃষ্টি ৷ সন্ধ্যা নামতেই কলকাতা ও তার পার্শ্ববর্তী জেলাগুলিতে দেখা মিলল কালবৈশাখীর ৷ সঙ্গে কয়েক পশলার বৃষ্টিতে মিলল প্রচণ্ড গরম থেকে সাময়িক মুক্তি ৷

চলতি বছরে দক্ষিণ-পশ্চিম বায়ু থাকায় গত দু-মাস ধরে বৃষ্টি বা কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়নি। তবে অবস্থা বদলানোয় কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয় ঝড়বৃষ্টি । আলিপুর আবহাওয়া দফতরের অধিকর্তা গণেশকুমার দাস জানিয়েছিলেন, “স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে শুক্রবার সন্ধ্যার বৃষ্টি হয়েছে। তবে তা বিক্ষিপ্ত অল্পকিছু এলাকাজুড়ে। এই ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারও। এর ফলেই সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। কমেছে তাপমাত্রা।” সেই মতো শনিবার ভিজল শহর কলকাতা ৷ শুক্রবার কলকাতায় কিছু জায়গায় বৃষ্টি হলেও এদিন বৃষ্টি হল প্রায় সর্বত্রই ৷

অবশেষে ভিজল তিলোত্তমা


আরও পড়ুন :122 বছরে সবচেয়ে উত্তপ্ত এপ্রিলে পুড়ল মধ্য ও উত্তর-পশ্চিম ভারত

এদিন দিল্লির কেন্দ্রীয় আবহাওয়া বিভাগের তরফে জানানো হয়েছে এবারের এপ্রিল 122 বছরের গরমের রেকর্ড ভেঙেছে ৷ সূর্যদেবের আগুনের হলকায় ও তীব্র উষ্ণতার জেরে নতুন রেকর্ড গড়ে চলতি বছরের এপ্রিল মাস ৷ 122 বছরের মধ্যে উষ্ণতম এপ্রিলের সাক্ষী থাকে উত্তর-পশ্চিম ও মধ্য ভারত (Hottest April in 122 years for northwest and central India) ৷ বঙ্গেও এবার তার প্রভাব দেখা গিয়েছে ৷ তবে এপ্রিলের শেষ দিনে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় দেখা মিলেছে ঝড়-বৃষ্টির ৷

Last Updated : Apr 30, 2022, 9:07 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details