কলকাতা, 30 এপ্রিল : রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি হলেও কলকাতার ভাগ্যে জুটেছে ছিঁটেফোঁটা । মূলত এই মরশুমে বঙ্গোপসাগরে তৈরি হয় বিপরীত ঘূর্ণাবর্ত এবং সাগর থেকে আসা দক্ষিণ-পূর্ব বাতাসের জন্য বৃষ্টির অনুকূল পরিবেশ তৈরি হয় কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তাই শনিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতায় (Rain Possibility Saturday)৷
কিন্তু চলতি বছরে দক্ষিণ-পশ্চিম বায়ু থাকায় বৃষ্টি বা কালবৈশাখীর পরিস্থিতি তৈরি হয়নি। তবে অবস্থা বদলাচ্ছে । যার জেরে কলকাতা সংলগ্ন দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ঝড়বৃষ্টি হয়েছে। অনেকটাই কমেছে তাপমাত্রা। হাওড়া, হুগলি, উত্তর 24পরগনা, নদিয়ায় বৃষ্টি হয়েছে শুক্রবার। সন্ধ্যা 7টা নাগাদ মধ্য কলকাতার ধর্মতলা, পার্কস্ট্রিট, চাঁদনি-সহ বেশ কয়েকটি এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে।
আরও পড়ুন :দু'মাস পরে বারিধারায় প্রাণ জুড়োল দক্ষিণবঙ্গবাসীর, তবে আসছে ঘূর্ণাবর্ত !
আলিপুর আবহাওয়া দফরতরের অধিকর্তা গণেশকুমার দাস বলেন,“স্থানীয় বজ্রগর্ভ মেঘ থেকে শুক্রবার সন্ধ্যার এই বৃষ্টি হয়েছে। তা হয়েছে বিক্ষিপ্ত অল্পকিছু এলাকা জুড়ে। এই ধরনের বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে শনিবারও। এর ফলেই সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন। কমেছে তাপমাত্রা।” আজ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36.2 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 1 ডিগ্রি কম ৷ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 28.6 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 3 ডিগ্রি কম। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ থাকবে সর্বাধিক 80 শতাংশ, ন্যূনতম 42 শতাংশ। সোম থেকে বুধবারের মধ্যে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে।