পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

বৃষ্টিতে অন্ধকার সপ্তমীর সকাল - সপ্তমীর সকালে বৃষ্টি

সপ্তমীর সকালেই শুরু হল বৃষ্টি ৷ আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । আলিপুর আবহাওয়া দপ্তর অবশ্য জানিয়েছে, দীর্ঘক্ষণ স্থায়ী হবে না এই বৃষ্টি । নবমী, দশমী বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতে ৷

rain

By

Published : Oct 5, 2019, 10:40 AM IST

কলকাতা, 5 অক্টোবর : সপ্তমীর সকালেই শুরু হল বৃষ্টি ৷ কলকাতাসহ দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি শুরু হয়েছে ৷

পুজোর সময় বৃষ্টির পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া দপ্তর ৷ তবে ষষ্ঠীতে শহরে বৃষ্টি হয়নি ৷ রাতভর মণ্ডপগুলিতে ভিড় ছিল ৷ আজও সকাল থেকে বিখ্যাত পুজো মণ্ডপগুলোয় বাড়ছিল ভিড় ৷ এমন সময় আকাশ কালো হয়ে আসে ৷ শহর ও শহরতলি এলাকায় নামে বৃষ্টি ৷ এখন ছাতা মাথায় মানুষের ভিড় মণ্ডপে ৷

আলিপুর আবহাওয়া দপ্তর অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন , পশ্চিম ঝাড়খণ্ডের উপর একটি ঘূর্ণাবাত রয়েছে ৷ বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে রাজ্যে । এই জলীয় বাষ্প থেকে বজ্রগর্ভ মেঘ তৈরি হয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । 5 ও 6 তারিখ অর্থাৎ আজ ও আগামীকাল দক্ষিণবঙ্গে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হবে । দীর্ঘক্ষণ স্থায়ী হবে না এই বৃষ্টি ।

সপ্তমীর সকালে শহরে বৃষ্টি...

নবমী, দশমী অর্থাৎ অক্টোবরের 7 এবং 8 তারিখ বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাসহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই ,পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের ।

আগামী 24 ঘণ্টায় কলকাতা , উত্তর ও দক্ষিণ 24 পরগনা , বীরভূম , হাওড়া , হুগলি , নদিয়া সহ প্রায় সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর । মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে আগামী 24 ঘণ্টা । আবহাওয়ার এই পরিবর্তন পুজোর হাওয়ায় মন খারাপ নিয়ে এল ? নাকি এই বৃষ্টি সঙ্গে করেই মানুষ ভিড় করবেন পুজো মণ্ডপে এখন তারই অপেক্ষা ৷

ABOUT THE AUTHOR

...view details