কলকাতা, 22 সেপ্টেম্বর: বঙ্গ থেকে মুখ ফিরিয়ে নিম্নচাপ এখন ঝাড়খণ্ড অভিমুখী। তাই ভারী বৃষ্টি না হলেও নিম্নচাপের পরোক্ষ প্রভাবে শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গ ভিজবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে। রবিবার থেকে কমবে বৃষ্টির পরিমাণ ৷ তবে এর সম্পূর্ণ বিপরীত ছবি দেখা যাবে উত্তরবঙ্গে ৷ সেখানে ফের ভারী থেকে অতিভারী বৃষ্টির ভ্রুকুটি। কারণ নিম্নচাপ ঝাড়খণ্ড অভিমুখী হলেও প্রচুর পরিমাণে জলীয় বাষ্পপূর্ণ বাতাস এই রাজ্যে প্রবেশ করে সরাসরি তা উত্তরবঙ্গের পাহাড়ে ধাক্কা খাবে। তার জেরে উত্তরে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷
West Bengal Weather Update: নিম্নচাপের অভিমুখ ঝাড়খণ্ড, দক্ষিণবঙ্গে কমলেও ভারী বৃষ্টির পূর্বাভাস উত্তরবঙ্গে - উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস
নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে শুক্রবার হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া অফিস ৷ অন্যদিকে, উত্তরবঙ্গে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনা ৷
Published : Sep 22, 2023, 9:03 AM IST
|Updated : Sep 22, 2023, 9:18 AM IST
এই বিষয়ে হাওয়া অফিসের পূর্বাঞ্চলীয় অধিকর্তা সঞ্জীব কুমার বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ দক্ষিণ ঝাড়খণ্ডে অবস্থান করছে। আগামী দু'দিনে তা ঝাড়খণ্ড পেরিয়ে বিহারের দিকে সরে যাবে। প্রত্যক্ষ প্রভাব না পড়লেও নিম্নচাপের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত। আজ শুক্রবারও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম ও মুর্শিদাবাদ জেলায় ।
তবে আজ বৃষ্টি আরও বাড়বে উত্তরবঙ্গে। শনিবার পর্যন্ত পার্বত্য এলাকায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা। শুক্রবারও ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি ও উত্তর দিনাজপুরে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণ দিনাজপুর এবং মালদায় । শনিবারে ভারী বৃষ্টির সম্ভাবনা আলিপুরদুয়ার ও কোচবিহারে। পাহাড়ি অঞ্চলে ধসেরও আশঙ্কা। বৃষ্টির জেরে উত্তরবঙ্গের নদীগুলিতে জলস্তর বাড়বে । কৃষিকাজেরও ক্ষতি হতে পারে বলে আশঙ্কা ৷
কলকাতার আকাশ আংশিক মেঘলা। বজ্রবিদ্যুৎ-সহ দু-এক পশলা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে তার জেরে তাপমাত্রার কোনও হেরফের হবে না ৷ সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 30 এবং 26 ডিগ্রির আশেপাশে থাকতে পারে। বৃহস্পতিবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল 28.8 ডিগ্রি সেলসিয়াস ৷ যা স্বাভাবিকের চেয়ে চার ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 26.2 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ ছিল 98 শতাংশ । গত 24 ঘণ্টায় বৃষ্টি হয়েছে 27.2 মিলিমিটার।