কলকাতা, 10 জানুয়ারি: বছরের শুরু থেকেই তীব্র শীতের প্রভাব দেখা গিয়েছিল রাজ্যে ৷ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতে রাজ্যে অনেকটাই কমেছে শীতের প্রভাব ৷ তবে, বৃষ্টির আশঙ্কা করছেন আবহবিদরা (Weather Update) ৷ অকাল বৃষ্টিতে চাষাবাদের ক্ষতি হতে পারে বলেও মনে করা হচ্ছে। সোমবার রাত থেকে পশ্চিমী ঝঞ্জার কারণে বৃষ্টি শুরু হতে চলেছে পশ্চিমের জেলাগুলিতে। আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে ৷ এমনকি শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।
আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতা-সহ রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম হবে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।