পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Weather Update: আজ রাত থেকেই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য - আজ রাত থেকেই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য

আজ রাত থেকেই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য ৷ পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস (Weather Update) ৷ উত্তরবঙ্গের পাশাপাশি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও ৷

Weather Update
আজ রাত থেকেই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য

By

Published : Jan 10, 2022, 8:26 PM IST

Updated : Jan 10, 2022, 9:29 PM IST

কলকাতা, 10 জানুয়ারি: বছরের শুরু থেকেই তীব্র শীতের প্রভাব দেখা গিয়েছিল রাজ্যে ৷ জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের শুরুতে রাজ্যে অনেকটাই কমেছে শীতের প্রভাব ৷ তবে, বৃষ্টির আশঙ্কা করছেন আবহবিদরা (Weather Update) ৷ অকাল বৃষ্টিতে চাষাবাদের ক্ষতি হতে পারে বলেও মনে করা হচ্ছে। সোমবার রাত থেকে পশ্চিমী ঝঞ্জার কারণে বৃষ্টি শুরু হতে চলেছে পশ্চিমের জেলাগুলিতে। আগামিকাল বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে ৷ এমনকি শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আলিপুর আবহাওয়া দফতরের উপ-অধিকর্তা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, এই পশ্চিমী ঝঞ্ঝার জেরে কলকাতা-সহ রাজ্যজুড়ে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। তবে, দক্ষিণবঙ্গের তুলনায় উত্তরবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ কম হবে। দার্জিলিং, কালিম্পংয়ে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

আজ রাত থেকেই বৃষ্টিতে ভিজতে পারে রাজ্য

আরও পড়ুন: বাড়বে গরম, মেঘলা আকাশে বৃষ্টির ভ্রুকুটি

সোমবার আকাশ ছিল মেঘলা। ভোরের দিকে ঘন কুয়াশার কারণে সকালের দিকে দৃশ্যমানতাও ছিল কম ৷ আগামী কয়েকদিনও একই অবস্থা থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। রাতের তাপমাত্রা বাড়বে। তবে, বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা কিছুটা কমবে। রাতের তাপমাত্রা স্বাভাবিকের উপরে থাকায় শীত কম থাকবে। আবহাওয়া দফতরের এই পূর্বাভাসে নিত্যদিনের বাজারে ফের প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকেই। এমনিতেই শীতের সবজির দাম এখনও ঊর্ধ্বমুখী। এবার ফের বৃষ্টিতে সবজির ক্ষতি হলে দাম আরও বাড়বে। বৃষ্টি হলেও শীতের সেই কামড় ফেরার কোনও ইঙ্গিত হাওয়া অফিস এখনই দিতে পারছে না।

Last Updated : Jan 10, 2022, 9:29 PM IST

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details