কলকাতা, 26 ডিসেম্বর : আর পাঁচদিন পর ইংরেজি নববর্ষ ৷ তার আগে আবহাওয়া নিয়ে খারাপ খবর কলকাতা তথা দক্ষিণবঙ্গের জন্য ৷ আগামী 48 ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টির পূর্বাভাস রয়েছে (Rain Forecast in South Bengal) ৷ আকাশ আংশিক মেঘলা থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর ৷ আর সকালের দিকে হালকা কুয়াশা থাকবে বলেও জানিয়েছে হাওয়া অফিস ৷
আগামী 28 ও 29 ডিসেম্বর দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ৷ পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে উত্তরে হাওয়ার গতিপথের কিছুটা পরিবর্তন এবং বঙ্গোপসাগর থেকে আসা জলীয়বাষ্প পূর্ণ বাতাসের প্রভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা দিয়েছে দক্ষিণবঙ্গে ৷ এর প্রভাব বেশি পড়বে রাজ্যের পশ্চিমের জেলাগুলিতে ৷ 28 ডিসেম্বর পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, বীরভূমে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ৷ 29 ডিসেম্বর থেকে বৃষ্টি একটু বাড়বে বলে পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস (Rain Forecast in South Bengal Before New Year Eve) ৷