কলকাতা, 23 অক্টোবর: তিনদিন শুকনো কাটলেও নবমীতে ভিজল শহর কলকাতা ৷ বৃষ্টি দোসর হলেও ভাঁটা পড়েনি মানুষের ঠাকুর দেখার উৎসাহে ৷ বৃষ্টি মাথায় নিয়েই মানুষের ভিড় পুজো মণ্ডপগুলিতে ৷ ছাতা মাথায় দিয়েই মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গেল আমজনতাকে ৷ অফিসের পূর্বাভাস অনুযায়ী, নবমী ও দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে ৷ কলকাতা ছাড়াও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকা ৷
এ দিন নবমীর সকালে এক দিকে চলে কুমারী পুজো ৷ অন্যদিকে ঠাকুর দেখার হিড়িক । তবে সেই সময়ের মাঝেই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভেজে কলকাতা । সমগ্র শহর জুড়ে দেখা গেল বৃষ্টির ছবি । তবে এই বৃষ্টিতেও কুপোকাত হয়নি মানুষ ৷ বাধ সাধেনি ঠাকুর দেখায় ৷ কলকাতার উত্তর থেকে দক্ষিণে বড় থেকে ছোট পুজো মণ্ডপে চোখে পড়ে বাচ্চা থেকে বয়স্কদের ভিড় ৷ পুজোয় বৃষ্টি হবে কি না, তা নিয়ে আগেই চিন্তার ভাঁজ পরেছিল বাঙালির । তবে সেখানে স্বস্তি দিয়েছিল হাওয়া অফিস । পুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘণীভূত হয় নিম্নচাপ । তারপরেই নবমী ও দশমীতে রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানায় হাওয়া অফিস ।