পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rain in Kolkata: নবমীতে বৃষ্টিতে ভিজল মহানগর, ছাতা মাথায় শহরে জনতার ভিড় - বৃষ্টি

Rain during Durga Puja: নবমীতে ঘণ্টা দেড়েকের বৃষ্টিতে ভিজল মহানগর ৷ তবে তাতে ভাঁটা পড়েনি মানুষের উৎসাহে ৷ ছাতা মাথায় কলকাতার মণ্ডপে মণ্ডপে দেখা গেল জনতার ভিড় ৷ কুমারী পুজোর পাশাপাশি চলছে আড্ডা, খাওয়া ও ঠাকুর দেখা ৷

Rain in Kolkata
নবমীতে বৃষ্টি

By ETV Bharat Bangla Team

Published : Oct 23, 2023, 2:30 PM IST

Updated : Oct 23, 2023, 3:22 PM IST

নবমীতে বৃষ্টিতে ভিজল মহানগর

কলকাতা, 23 অক্টোবর: তিনদিন শুকনো কাটলেও নবমীতে ভিজল শহর কলকাতা ৷ বৃষ্টি দোসর হলেও ভাঁটা পড়েনি মানুষের ঠাকুর দেখার উৎসাহে ৷ বৃষ্টি মাথায় নিয়েই মানুষের ভিড় পুজো মণ্ডপগুলিতে ৷ ছাতা মাথায় দিয়েই মণ্ডপে মণ্ডপে ঘুরতে দেখা গেল আমজনতাকে ৷ অফিসের পূর্বাভাস অনুযায়ী, নবমী ও দশমীতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে রাজ্যে ৷ কলকাতা ছাড়াও বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা এবং পূর্ব মেদিনীপুরের কয়েকটি এলাকা ৷

এ দিন নবমীর সকালে এক দিকে চলে কুমারী পুজো ৷ অন্যদিকে ঠাকুর দেখার হিড়িক । তবে সেই সময়ের মাঝেই মাঝারি থেকে ভারী বৃষ্টিতে ভেজে কলকাতা । সমগ্র শহর জুড়ে দেখা গেল বৃষ্টির ছবি । তবে এই বৃষ্টিতেও কুপোকাত হয়নি মানুষ ৷ বাধ সাধেনি ঠাকুর দেখায় ৷ কলকাতার উত্তর থেকে দক্ষিণে বড় থেকে ছোট পুজো মণ্ডপে চোখে পড়ে বাচ্চা থেকে বয়স্কদের ভিড় ৷ পুজোয় বৃষ্টি হবে কি না, তা নিয়ে আগেই চিন্তার ভাঁজ পরেছিল বাঙালির । তবে সেখানে স্বস্তি দিয়েছিল হাওয়া অফিস । পুজোয় বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছিল আলিপুর আবহাওয়া দফতর । কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ঘণীভূত হয় নিম্নচাপ । তারপরেই নবমী ও দশমীতে রাজ্যে বৃষ্টির সম্ভাবনার কথা জানায় হাওয়া অফিস ।

আরও পড়ুন:বঙ্গোপসাগরে তৈরি হচ্ছে ঘূর্ণিঝড়, রাজ্যে কী প্রভাব?

আবহাওয়ার বুলেটিনে সোমবার বেলা 12টা নাগাদ দু'এক ঘণ্টা বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছিল । সেই অনুযায়ীই প্রবল বৃষ্টি নেমে আসে শহরের কিছু কিছু এলাকায় । তবে ম্যাডক্স স্কোয়ারে সেই চিরাচরিত ছবিই দেখা গিয়েছে ৷ বৃষ্টিকে মাথায় নিয়ে চলছে ঠাকুর দেখা, আড্ডা ও গল্প । তবে নিম্নচাপের জেরে দশমীতে প্রবল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে রাজ্যের কিছু জেলায় ৷ এখন মঙ্গলবারের আবহাওয়ার দিকেই তাকিয়ে বসে সকলে । কারণ আজ বাদে কাল দশমী ৷ রাতে পোহালেই মণ্ডপে মণ্ডপে শোনা যাবে বিদায়ের সুর ৷ তাই হাতে সময় খুব কম ৷ এরই মধ্যে দেখে ফেলতে হবে শহরে থেকে জেলার সমস্ত ঠাকুর ৷ সোমবার দুপুর থেকে বৃষ্টির জেরে মন খারাপ হলেও পরিবারকে সঙ্গে নিয়ে মণ্ডপমুখী হতে দেখা যাচ্ছে জনতাকে ৷

Last Updated : Oct 23, 2023, 3:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details