পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Ashwini Vaishnaw: করমণ্ডলের দুর্ভাগ্যজনক ঘটনা নিয়ে রাজনীতি না-করার আবেদন রেলমন্ত্রীর - ashwini vaishnaw in kolkata

বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রকল্পের নির্মীয়মাণ অংশের কাজ পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । কলকাতায় এদিন তিনি করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার তদন্ত নিয়েও কথা বলেন ৷

ETV Bharat
অশ্বিনী বৈষ্ণব

By

Published : Jun 21, 2023, 10:58 PM IST

রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের বক্তব্য

কলকাতা, 21 জুন:বুধবার ইস্ট-ওয়েস্ট মেট্রোর প্রকল্পের অন্তর্গত হাওড়া ময়দান মেট্রো স্টেশন পরিদর্শন করেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব । এদিন হাওড়া ময়দান মেট্রো স্টেশন পরিদর্শন করার পাশাপাশি তিনি হুগলি নদীর নিচের সুড়ঙ্গ ট্রলিতে করে পরিদর্শন করেন । হাওড়া ময়দান মেট্রো স্টেশন থেকে ট্রলিতে চেপে এদিন প্রথমে তিনি এসপ্ল্যানেড মেট্রো স্টেশন পর্যন্ত আসেন । এই অংশে এযাবৎ পর্যন্ত হওয়া মেট্রো পথের কাজ খতিয়ে দেখেন তিনি । কথা বলেন, মেট্রো রেলের আধিকারিক এবং ইঞ্জিনিয়ারদের সঙ্গেও ।

এদিন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, 2014 সালে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকার কেন্দ্রে ক্ষমতায় আসার পর থেকেই রেলের উন্নয়নে নানা কাজ হচ্ছে ৷ এই প্রকল্পগুলি নিয়ে তাই রাজনীতি না করে সার্বিক উন্নতির দিকগুলি নিয়ে আলোচনা হওয়া উচিত । এদিন রাজ্য সরকারের উদ্দেশ্যে তিনি বলেন,"রেলের প্রকল্পগুলির সম্প্রসারণের কাজ যাতে সুষ্ঠু ভাবে সম্পন্ন করা যায় সেদিকে নজর রাখা উচিত । এবং আইন-শৃঙ্খলার বিষয়টিও গুরুত্ব সহকারে নজর দেওয়া উচিত ।"

চলতি মাসের শুরুতে ওড়িশার বালাসোরে ঘটে যাওয়া করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনা নিয়ে অশ্বিনী বৈষ্ণব এদিন জানান, এটি একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় ৷ এখনও বহু মৃতদেহের শনাক্তকরণ করা সম্ভব হয়নি সেগুলির এখনও শনাক্তকরণ চলছে । যাঁরা তাঁদের প্রিয় জনকে হারিয়েছেন তাঁদের সকলের পাশে রেলমন্ত্রক রয়েছে, যখন যেমন সাহায্য প্রয়োজন হবে রেল মন্ত্রক তাঁদের দিকে হাত বাড়িয়ে দেবে ।

পাশাপাশি, এদিন কলকাতায় রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব আরও বলেন, এই করমণ্ডল দুর্ঘটনার সঙ্গে কবচ বা অ্যান্টি কলিশন ব্যবস্থার কোনও সম্পর্ক নেই । এই দুর্ঘটনার ক্ষেত্রে, রেলের তদন্তে আগেই বলা হয়েছে যে পয়েন্ট মেশিনকে যেই দিকে সেট করা প্রয়োজন ছিল সেই দিকে না সেট করে লুপ লাইনের দিকে তা সেট করা হয়েছিল । ফলে দুর্ঘটনা ঘটে ৷

আরও পড়ুন: খড়গপুর ডিভিশনের যাত্রী নিরাপত্তা ও সুরক্ষা খতিয়ে দেখলেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব

রেলমন্ত্রীর কথায়,"একটি অত্যন্ত সংবেদনশীল ব্যাপার তাই আমরা চাই সত্যিটা বেরিয়ে আসুক । কেন হল কীভাবে হল, কী ধরনের যান্ত্রিক ত্রুটি হয়েছিল যে জন্য এত বড় দুর্ঘটনা ঘটে গেল এই সমস্ত কিছু আমাদের জানতে হবে । যাতে ভবিষ্যতে এরকম দুর্ঘটনা আর কখনও না ঘটে, তাই আমার আপনাদের কাছে অনুরোধ, দয়া করে কোনও গুজবে কান দেবেন না এবং কোনরকম রাজনৈতিক রঙ লাগাবার চেষ্টা করবেন না । কমিশনার অফ রেলওয়ে সেফটির পাশাপাশি সিবিআইও তাদের তদন্ত চালিয়ে নিয়ে যাচ্ছে ৷"

ABOUT THE AUTHOR

...view details