কলকাতা, 25 অগস্ট: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তার আগে আজ শুক্রবার বিকেলে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রোর কাজের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। তারপর শনিবার অরেঞ্জ লাইন পরিদর্শন করবেন ৷ সবকিছু ঠিকঠাক এগোলে দুর্গাপুজোর আগেই চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা। সম্প্রতি এমনটাই দাবি করেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।
লাইনের কাজ কেমন চলছে এবং কতটা কাজ এখনও বাকি রয়েছে সেই দিকগুলি সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই অরেঞ্জ লাইন পরিদর্শন করেছেন কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি । মেট্রোর পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যে এই অংশের কাজ প্রায় শেষের মুখে। এবার সেগুলি খতিয়ে দেখতে এই লাইনের পরিদর্শন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী ।
চলতি বছরের 30 জানুয়ারি এই অংশের পরিদর্শনে আসে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএসে)। গত জানুয়ারিতেই এই অংশের যাত্রী পরিষেবা চালু করার কথা জানিয়েছিলেন কলকাতা মেট্রোরেলের তৎকালীন জেনারেল ম্যানেজার অরুণ অরোর । তবে তেমনটা হয়নি। কেটে গিয়েছে বেশ কিছুটা সময় ।