পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Kolkata Metro Orange Line: পুজোর আগেই চালু হতে পারে পরিষেবা, শনিতে মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শনে রেলমন্ত্রী - railminister will inspect kolkatametro orange line

কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করবেন রেলমন্ত্রী ৷ কাজ প্রায় শেষের পথে ৷ কাজ কতটা হয়েছে আর কতটা বাকি আছে তা খতিয়ে দেখবেন তিনি ৷

Etv Bharat
কলকাতা মেট্রো

By ETV Bharat Bangla Team

Published : Aug 25, 2023, 7:10 AM IST

Updated : Aug 25, 2023, 7:23 AM IST

কলকাতা, 25 অগস্ট: কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইন পরিদর্শন করবেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ৷ তার আগে আজ শুক্রবার বিকেলে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন পর্যন্ত মেট্রোর কাজের অগ্রগতি নিয়ে আধিকারিকদের সঙ্গে পর্যালোচনা বৈঠক করবেন তিনি। তারপর শনিবার অরেঞ্জ লাইন পরিদর্শন করবেন ৷ সবকিছু ঠিকঠাক এগোলে দুর্গাপুজোর আগেই চালু হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে কবি সুভাষ থেকে হেমন্ত মুখোপাধ্যায় মেট্রো স্টেশন পর্যন্ত যাত্রী পরিষেবা। সম্প্রতি এমনটাই দাবি করেছে কলকাতা মেট্রোরেল কর্তৃপক্ষ।

লাইনের কাজ কেমন চলছে এবং কতটা কাজ এখনও বাকি রয়েছে সেই দিকগুলি সরেজমিনে খতিয়ে দেখতে ইতিমধ্যেই অরেঞ্জ লাইন পরিদর্শন করেছেন কলকাতা মেট্রোরেলের জেনারেল ম্যানেজার পি উদয় কুমার রেড্ডি । মেট্রোর পক্ষ থেকে আগেই জানানো হয়েছে যে এই অংশের কাজ প্রায় শেষের মুখে। এবার সেগুলি খতিয়ে দেখতে এই লাইনের পরিদর্শন করবেন কেন্দ্রীয় রেলমন্ত্রী ।

চলতি বছরের 30 জানুয়ারি এই অংশের পরিদর্শনে আসে কমিশনার অফ রেলওয়ে সেফটি (সিআরএসে)। গত জানুয়ারিতেই এই অংশের যাত্রী পরিষেবা চালু করার কথা জানিয়েছিলেন কলকাতা মেট্রোরেলের তৎকালীন জেনারেল ম্যানেজার অরুণ অরোর । তবে তেমনটা হয়নি। কেটে গিয়েছে বেশ কিছুটা সময় ।

5.4 কিমি মেট্রো লাইনের এই অংশে আপাতত পাঁচটি স্টেশন চালু করা হবে বলে জানা গিয়েছে । এই অংশের কাজের জন্য ব্যয় হয়েছে প্রায় 1 হাজার 550 কোটি টাকা। এই অংশে রয়েছে পাঁচটি স্টেশন - কবি সুভাষ বা নিউ গড়িয়া, সত্যজিৎ রায় বা হাইল্যান্ড পার্ক, জ্যোতিরিন্দ্র নন্দী বা মেট্রো ক্যাশ অ্যান্ড ক্যারি ও অজয় নগর, কবি সুকান্ত বা অভিষিক্তা ক্রসিং এবং হেমন্ত মুখোপাধ্যায় বা রুবি মোড় ।

অরেঞ্জ লাইন পরিদর্শন করে জেনারেল ম্যানেজার জানিয়েছেন যে, 2024 সালের ডিসেম্বরের মধ্যেই বাণিজ্যিকভাবে চালু হয়ে যেতে পরে কলকাতা বিমানবন্দরের দিক থেকে মেট্রো পরিষেবা। এছাড়াও 2025 সালের শেষের দিকে কলকাতা বিমানবন্দর থেকে দ্বিতীয় রুটের মেট্রো লাইনের কাজ শুরু করা চিন্তাভাবনা চলছে ।

আরও পড়ুন :খুব শীঘ্র কলকাতা বিমানবন্দর থেকে মেট্রো পরিষেবা, দিনক্ষণ জানিয়ে দিল রেল

Last Updated : Aug 25, 2023, 7:23 AM IST

ABOUT THE AUTHOR

...view details