কলকাতা, ২৩ মার্চ : "উত্তর কলকাতা কেন্দ্রে মস্তান ও প্রোমোটারি রাজ চলছে। এই কেন্দ্রের মানুষ তার হাত থেকে মুক্তি পেতে চায়। পরিবর্তন চায় এই কেন্দ্রের মানুষ।" এই ভাষাতেই তৃণমূল প্রার্থীকে আক্রমণ করলেন BJP প্রার্থী রাহুল সিনহা।
সুদীপবাবুকে আক্রমণ করে তিনি বলেন, "সুদীপ বন্দ্যোপাধ্যায় পাঁচ বছরে বেশিরভাগ সময় জেলে কাটিয়েছেন। সারদা, নারদ বা রোজ়ভ্যালি নিয়ে মানুষের মধ্যে আক্রোশ রয়েছে। কারণ এই সংস্থাগুলি সাধারণ মানুষের টাকা লুট করেছে। সেই টাকার ভাগ সুদীপ বন্দ্যোপাধ্যায় নিয়েছেন। এই কারণে দীর্ঘদিন তিনি জেলখানায় ছিলেন। স্বাস্থ্যের কারণে তিনি জেল থেকে ছাড়া পেয়েছেন। যার শরীর জেলখানা থাকার মতো অবস্থায় নেই তিনি নির্বাচনী প্রচারে নেমে মানুষের কল্যাণের জন্য কাজ করবেন কীভাবে? "
ভিডিয়োয় শুনুন রাহুল সিনহার বক্তব্য তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কটাক্ষ করে রাহুলবাবু বলেন , "তৃণমূলের শাসনে এই রাজ্যের মানুষ হতাশ। একদিকে মোদির উন্নয়ন অপরদিকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিনাশের কার্যক্রম। তাই মানুষ মোদির পক্ষে যেতে চাইছে। পুলওয়ামা হামলার প্রত্যাঘাত নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নানা প্রশ্ন করেছেন। তিনি দেশের বিরোধিতা করেছেন। সেনাদের দক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন। এটা মানুষ ভালোভাবে নেয়নি। কিছু মুসলমান ভোটকে পুঁজি করার জন্য পাকিস্তানের পক্ষ নেওয়ার কাজ মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন। এদেশে মুসলিম সম্প্রদায়ও তাঁর এই মতকে সমর্থন জানায়নি।"
কোচবিহারে নিশীথ প্রামাণিককে প্রার্থী করায় ক্ষুব্ধ সেখানকার দলীয় কর্মীদের একাংশ। ভাঙচুর করা হয়েছে জেলার দলীয় কার্যালয়ে। জেলা সভাপতির গাড়িতেও ভাঙচুর করা হয়। এবিষয়ে রাহুল সিনহা বলেন, "প্রার্থী তালিকা নিয়ে কারও অসন্তোষ থাকতেই পারে। যে গন্ডগোল হয়েছে তা আমরা আলোচনার মাধ্যমে সমাধান করে নেব।"
তিনি আরও বলেন, "সমাজ পরিবর্তনের জন্য নতুনদের দরকার। নতুন ও পুরোনোর মিশ্রণে সমাজ নতুন দিশা পাবে। যদি আমরা মনে করতাম নতুনদের দলে নেব না, তাহলে দল এত বড় হত না। ২০১৪ সালে প্রার্থী তালিকায় নবাগত অনেকেই ছিলেন। আমাদের আসানসোলের প্রার্থী বাবুল সুপ্রিয়ও ২০১৪ সালে নবাগতের তালিকায় ছিলেন। এবার তালিকায় অনেক নবাগতর নাম যোগ করা হয়েছে। আমি মনে করি সময়ের সঙ্গে সব ঠিক হয়ে যাবে। এমন কোন কেন্দ্র নেই যেখানে অন্য কোনও দাবিদার নেই। কোনও কেন্দ্রের দাবিদার না থাকলে বুঝতে হবে সেখানে স্বৈরাচার চলছে। সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের দলে হতে পারে। কারণ ওনার দলে উনি একাই দাবিদার। উনি যা ঠিক করবেন তাই হবে। কিন্তু আমাদের দলে প্রার্থীর তালিকা ঠিক করার অনেকগুলি পদ্ধতি আছে। প্রার্থী ঠিক করার জন্য বেশ কয়েকটি কম্পানি সার্ভে করেছে। সেই সার্ভে রিপোর্ট দেখে রাজ্য নেতাদের সঙ্গে আলোচনা করে একটি প্রার্থীর নাম ঘোষণা করতে হয়।"