কলকাতা, 23 এপ্রিল : কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া রাজ্যে তৃতীয় দফার নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে । আজ সন্ধ্যায় সাংবাদিক বৈঠক করে এই দাবি করেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ় আফতাব । পাশাপাশি, তিনি বলেন, "অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেওয়া হয়েছে ।"
রাজ্যের ADG (আইন-শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তাকে পাশে বসিয়ে আরিজ় আফতাব বলেন, "দু-একটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া আজ ভোট শান্তিপূর্ণ হয়েছে । সকালে কিছু EVM বিকল হয়েছিল। তা ঠিক দেওয়া হয়েছে । তিনটি ঘটনা ঘটেছে। একটি হল - ভগবানগোলা 2 ব্লক বালিগ্রাম প্রাইমারি স্কুল 188 নম্বর বুথে দুটি গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ হয়েছে । চারজন জখম হয়েছেন । একজন মারা গেছেন, রানিতলা থানাতে 6 জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে । তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে ।" আরও দুটি ঘটনার কথা বলেন রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক । তিনি বলেন, "একজন রিজ়ার্ভ ভোটকর্মী রিপোর্ট করেছিলেন। পরে তিনি মারা যান। তদন্তের পর বিষয়টি বলা যাবে । আর একটি ছোটো ঘটনা ঘটেছে । প্রাথমিকভাবে চাকডোবাতে ভোটদানে বাধা দেওয়া হয়। পরে ফের ভোট শুরু হয় ।"
এই সংক্রান্ত আরও খবর :দু'পক্ষের সংঘর্ষ ; তৃণমূল কর্মীদের অস্ত্রের কোপে মৃত্যু ভোটারের
এছাড়া, রতুয়ায় প্রিজ়াইডিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে বলে জানান মুখ্য নির্বাচনী আধিকারিক । মালদার একটি বুথে প্রিজ়াইডিং অফিসারের বিরুদ্ধে ছাপ্পার অভিযোগ নিয়ে আরিজ় আফতাব বলেন, "রিপোর্ট তলব করা হয়েছে।" ADG (আইন-শৃঙ্খলা) সিদ্ধিনাথ গুপ্তা বলেন, "মোট 9 জন জখম হয়েছেন । সবমিলিয়ে 231 জনকে গ্রেপ্তার করা হয়েছে । সাতজনকে নির্দিষ্ট অভিযোগর ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে । চারটি FIR দায়ের করা হয়েছে । দুটি বোমা পাওয়া গেছে ।" সাংবাদিকরা প্রশ্ন করেন, তাহলে কি কমিশন নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে ? সে প্রসঙ্গে আরিজ় আফতাব বলেন, "এটা বুথের বাইরে হয়েছে। SP, DM-দের থেকে রিপোর্ট পেয়েছি। তবে এটি নির্বাচন সংক্রান্ত হিংসা কি না তা তদন্তের পর বলা যাবে ।"
এই সংক্রান্ত আরও খবর :নির্বাচনী আতঙ্কে আত্মহত্যা ভোটকর্মীর ?
অপরদিকে, বিকেল 5টা পর্যন্ত বালুরঘাটে 80.98 শতাংশ ভোট পড়েছে। মালদা উত্তর ও মালদা দক্ষিণে ভোটদানের হার যথাক্রমে 76.43 ও 77.45 শতাংশ । জঙ্গিপুরে 78.58 শতাংশ ভোট পড়েছে । আর মুর্শিদাবাদে 81.41 শতাংশ ভোট পড়েছে । আর রাজ্যের পাঁচটি কেন্দ্রে বিকেল পাঁচটা পর্যন্ত মোট ভোট পড়েছে 78.97 শতাংশ ।
এই সংক্রান্ত আরও খবর :রানিনগরে বুথের বাইরে বোমাবাজি, রিপোর্ট চাইল কমিশন