পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

মহারাষ্ট্র, গুজরাত থেকে বাংলাদেশ যাচ্ছে চোরাই মোবাইল ফোন ! - মহারাষ্ট্র, গুজরাত

মহারাষ্ট্র, গুজরাত থেকে চুরি হচ্ছে ফোন ৷ তারপর তা পাচার হয়ে যাচ্ছে বাংলাদেশে ৷ এই চক্রের পর্দাফাঁস করল কলকাতা পুলিশ ৷ গ্রেপ্তার করা হয়েছে কয়েকজনকে ৷

চোরাই মোবাইল

By

Published : Aug 30, 2019, 5:10 AM IST

কলকাতা, 30 অগাস্ট : দেশের পশ্চিমাঞ্চলের রাজ্যগুলি থেকে চুরি যাওয়া মোবাইল ফোন চলে যাচ্ছে বাংলাদেশে! কলকাতা পুলিশের তদন্তে উঠে এসেছে এই তথ্য। ইতিমধ্যেই দুই বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। ধরা পড়েছে মালদার এক এবং কলকাতার দু'জন। এই চক্রের জাল ঝাড়খণ্ড পর্যন্ত বিস্তৃত বলে জানতে পেরেছে লালবাজার। পুলিশের সন্দেহ গুজরাত, মহারাষ্ট্র, রাজস্থানের মতো রাজ্যগুলিতে রয়েছে এই চক্রের সঙ্গে জড়িতরা ।

রীতিমতো ভিসা নিয়ে বিমানে বাংলাদেশ থেকে কলকাতায় আসত আবদুল মনিম রাহি এবং আহমেদ শামি। তাদের দু'জনেরই বাড়ি বাংলাদেশের সিলেটে । পুলিশ জানিয়েছে, তারা মাঝেমধ্যেই কলকাতায় আসত এদেশ থেকে মোবাইল ফোন বাংলাদেশে পাচার করতে । কীভাবে কাজ করত তারা ? আবদুলরা এদেশে এসে নির্দিষ্ট ব্যক্তির কাছ থেকে মোবাইল ফোন নিত । সেই চক্রের পান্ডা থাকে খিদিরপুরে । পুলিশ জানতে পেরেছে তার নাম সমীর । ওই ব্যক্তির খোঁজ চলছে । সমীরের বলে দেওয়া ব্যক্তিদের থেকে তারা কিনে নিত চোরাই মোবাইল ফোন । তারপর তা চলে যেত বাংলাদেশে । এক্ষেত্রে তারা সাহায্য নিত কুরিয়ারের । মূলত অনামী আন্তর্জাতিক কুরিয়ারের মাধ্যমে পাঠানো হত মোবাইল ফোন। পাশাপাশি বাংলাদেশগামী বাস বা ট্রেনের যাত্রীদের হাতে দেওয়া হত মোবাইল ফোন । বলা হত, সীমান্তের ওপারে তাদের আত্মীয়রা তা নিয়ে নেবেন । টার্গেট করা যাত্রীদের হাতে তিনটির বেশি মোবাইল ফোন দেওয়া হত না । এক গোয়েন্দা জানিয়েছেন, একজন ব্যক্তির কাছে তিন-চারটি মোবাইল ফোন থাকতেই পারে। সে ক্ষেত্রে সন্দেহ করার খুব একটা অবকাশ নেই । আর সেটাকে কাজে লাগাত আবদুলরা। সে জানতেও পারত না যে তার হাত দিয়ে পাচার হচ্ছে চোরাই মোবাইল ফোন ।

উদ্ধার হওয়া মোবাইল ফোন

গতকাল লালবাজার গোয়েন্দা বিভাগের ওয়াচ সেকশন খবর পায়, জোড়াসাঁকো এলাকার মুনলাইট সিনেমা হলের কাছে এবং চাঁদনিচক এলাকায় বিক্রি হবে প্রচুর চোরাই মোবাইল ফোন । সেই মতো চার ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। আবদুল এবং আহমেদ ছাড়াও বেলেঘাটা এলাকার বিকাশ জয়সওয়াল ও দমদমের রাজেশ ভগতকে ধরা হয় । সেই সময়, তাদের কাছ থেকে উদ্ধার হয় 206টি চোরাই মোবাইল । এরমধ্যে বিকাশ এবং রাজেশের কাছ থেকে উদ্ধার হয়েছে 153টি মোবাইল । তারা জানিয়েছে, গুজরাত থেকে ওই চোরাই মোবাইল ফোন কলকাতায় কুরিয়ারের মাধ্যমে আনা হয়েছিল। এই ব্যাপারে নির্দেশ দিয়েছিল খিদিরপুরের সমীর। বাকি 53টি ফোন পাওয়া যায় আবদুল এবং আহমেদের কাছ থেকে । তারা জানায়, ওই চোরাই ফোনগুলি খিদিরপুরের একাধিক ব্যক্তির থেকে সংগ্রহ করেছিল তারা ।

থরে থরে সাজানো রয়েছে মোবাইল

কয়েকদিন আগে কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ যাদবপুর এবং আনন্দপুর থানা এলাকার দোকান থেকে চুরি যাওয়া মোবাইল ফোনের তদন্তে নামে । সেই সূত্র ধরে মহম্মদ সাইফুল্লাহ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয় । তার বাড়ি মালদার কালিয়াচকে । জানা গেছে, সে ঝাড়খণ্ডের তিন পাহাড় এবং রাজমহল এলাকার চোরাই মোবাইল ফোনের একটি চক্রের সঙ্গে জড়িত । পুলিশের সন্দেহ, সাইফুল্লাহ এই মোবাইল ফোন বাংলাদেশ সীমান্ত এলাকায় বিক্রি করে দিত। তা চলে যেত বাংলাদেশে ।

ধৃতেরা

ABOUT THE AUTHOR

...view details