কলকাতা, 9 নভেম্বর: এবার হেরিটেজ ভবন দখল করার অভিযোগ উঠল তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) বিরুদ্ধে । তাও আবার এমন জায়গায়, যে জায়গার সঙ্গে সরাসরি নাম জড়িয়ে রয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের (Rabindranath Tagore) ।
অভিযোগ, জোড়াসাঁকোর বাড়ির যে ঘরে রবীন্দ্রনাথ ঠাকুর এবং বঙ্কিমচন্দ্রের প্রথম সাক্ষাৎ হয়, সেটিই দখল হয়ে গিয়েছে । হেরিটেজ তকমা থাকা সত্ত্বেও সেখানে শাসক দল তৃণমূলের ‘শিক্ষাবন্ধু সমিতি’ নামে এক সংগঠনের কার্যালয় তৈরি হয়েছে । সেখানে কবিগুরুর ছবির তলায় টাঙানো হয়েছে তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবং তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) ছবি ।
অভিযোগ, ঘরের মেঝেতে বদল করা হয়েছে । অভিযোগ উঠেছে রঙ বদলেরও । আইন অনুযায়ী, হেরিটেজ বিল্ডিং ভাঙা যায় না । রঙও পরিবর্তন করা যায় না । পাশাপাশি মেঝে বা প্রয়োজনীয় আসবাবও পরিবর্তন করা যায় না । কিন্তু এক্ষেত্রে তা করা হয়েছে বলে অভিযোগ । বিশ্ববিদ্যালয়ের একাংশের অভিযোগ, হেরিটেজ ভবনের দু’টি ঘর ভেঙে ফেলা হয়েছে । সেই ঘরেই তৈরি হয়েছে তৃণমূল কংগ্রেসের শিক্ষাকর্মী সংগঠন শিক্ষা বন্ধু সমিতির অফিস । ঘর থেকে সরিয়ে দেওয়া হয়েছে রবীন্দ্রনাথ ঠাকুরের ছবি ।
প্রসঙ্গত, এই অভিযোগ নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন জনৈক স্বদেশ মজুমদার । তিনি কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের কাছে আবেদন করেছেন, জোড়াসাঁকোয় হেরিটেজের তকমা রয়েছে যে ভবনে, সেখানকার অব্যবহৃত ঘরে নির্মাণকাজ চালানো হচ্ছে । তাঁর আইনজীবী শ্রীজীব চক্রবর্তী অভিযোগ করেন, হেরিটেজ ভবন ভেঙে সেখানে নতুন নির্মাণ হয়েছে । যে ঘরে রবীন্দ্রনাথ প্রথমবার বঙ্কিমচন্দ্র চটোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন, সেই ঘরে তৃণমূলের শিক্ষাবন্ধু সমিতির নামে সংগঠনের অফিস করা হয়েছে । এরপরই এই নিয়ে সরকার ও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের জবাব জানতে চেয়েছে হাইকোর্ট ।