পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Chhath Puja : এবারও ছটপুজোয় বন্ধ রবীন্দ্র সরোবর, খুশি স্থানীয়রা

এবারও বন্ধ রাখা হল রবীন্দ্র সরোবরের দরজা ৷ সেপ্টেম্বর মাসে লেকের জলে মরা মাছ ভেসে ওঠে ৷ এরপর ছটপুজো বন্ধ রাখা হয় ৷ সরোবরের চারদিক ব্যারিকেড দিয়ে ঘিরে দিয়েছে পুলিশ ৷

বন্ধ রবীন্দ্র সরোবর
বন্ধ রবীন্দ্র সরোবর

By

Published : Nov 9, 2021, 2:26 PM IST

কলকাতা, 9 নভেম্বর: শুরু হয়েছে ছটপুজো । আর এই ছটপুজো যাতে পরিবেশের উপর কোনও প্রভাব না ফেলে, তাই বন্ধ করা হল রবীন্দ্র সরোবরের দরজা ৷ লেকের উদ্ভিদ ও প্রাণীদের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷

জানা গিয়েছে, 9 নভেম্বর সন্ধে 6টা থেকে 11 নভেম্বর সন্ধে 6টা পর্যন্ত পার্কের গেট বন্ধ থাকবে । কেএমডিএ-এর (Kolkata Metropolitan Development Authority) তরফে লালবাজারকে এই সিদ্ধান্ত জানানো হয় । এরপরে পুলিশ গোটা পার্কের চারদিক ব্যারিকেড দিয়ে ঘিরে দেয় ।

কিছুদিন আগে রবীন্দ্র সরোবর লেকের জলে ভেসে ওঠে মরা মাছ । তাতে সরোবরের বাস্তুতন্ত্র নিয়ে শঙ্কিত হয়ে পড়েন পরিবেশবিদরা । এর ফলস্বরূপ আগের বছর পরিবেশ আদালতের তরফে যে নির্দেশ দেওয়া হয়েছিল, সেই নির্দেশই বহাল রাখা হল এ বছর ছটপুজোয় ।

রবীন্দ্র সরোবর বাঁচাতে উদ্যোগী সংস্থার ব্যানার

2019-এ রবীন্দ্র সরোবরে ছট পুজো করা নিয়ে গন্ডগোল চরম আকার নিয়েছিল । সরোবরের গেটের তালা ভেঙে দেন কয়েকজন । প্রাতঃভ্রমণকারীদের সঙ্গে রীতিমতো বচসা বেধে যায় ছটপুজো করতে আসা যুবকদের । সরোবর থানা থেকে পুলিশ কর্মীরা এসে পরিস্থিতি সামাল দেন ৷ কিন্তু দুপুর গড়াতে যথারীতি রবীন্দ্র সরোবরের তালা ভেঙে শুরু হয়ে যায় ছট পুজো । পুলিশ কর্মীরাও তা আটকাতে পারেননি ।

ছট পুজোয় রবীন্দ্র সরোবর বন্ধ রাখার সিদ্ধান্তে সায় দিয়েছেন এলাকাবাসী

আরও পড়ুন : Rabindra sarobar lake: রবীন্দ্র সরোবরের জলে অক্সিজেনের মাত্রা ঠিক রাখতে নয়া যন্ত্র আনছে কেএমডিএ

এই সরোবরে বহু পুরনো গাছ রয়েছে, বিরল প্রাণীর আবাসস্থল এই লেক ৷ শীতের মরশুমে পরিযায়ী পাখিরা ভিড় জমায় এই জলাশয়ে ৷ এই সরোবরকে দক্ষিণ কলকাতার ফুসফুস বলা হয় ৷ অথচ এখানে প্রায়ই প্লাস্টিকের জলের বোতল, খাবার প্যাকেট দেখা যায় ৷ তাছাড়া, পার্কের গাছগুলিকে লক্ষ্য করে ইচ্ছাকৃত চকোলেট বোমা ছোড়ার ফলে গাছে বাসা বাঁধা পাখিরাও মারা যায় ৷ সেই সব ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার এই ব্যবস্থা ।

তবে এই ঘটনায় খুশি এলাকার বাসিন্দারা । এক এলাকাবাসী জানালেন, ছটপুজোয় সিঁদুর, বাজির ব্যবহারের ফলে পরিবেশ দূষিত হয়, তাই সরোবরকে বাঁচাতে এই সিদ্ধান্ত সঠিক ৷

লালবাজার সূত্রের খবর, ছটপুজোর দিন রবীন্দ্র সরোবর লেকের ধারে থাকবে কলকাতা পুলিশ । কোনও প্রকারের অপ্রিয় ঘটনা সামনে এলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ।

ABOUT THE AUTHOR

...view details