কলকাতা, 29 অক্টোবর: এবছর ছট নিয়ে তৎপর কেএমডিএ ৷ পরিবেশ দূষণ ও জলাশয়ের ক্ষতি আটকাতে রবীন্দ্র সরোবর (Rabindra Sarabor) ও সুভাষ সরোবরে (Subhas Sarobar) শনিবার সন্ধে 7টা থেকে রবিবার বিকেল 4টে পর্যন্ত জনসাধারণের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে (Rabindra Sarabor And Subhas Sarobar)৷ শহরের দুই প্রান্তে দুই সরোবর কলকাতার দূষণ নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে । তবে বিভিন্ন অনুষ্ঠানে শব্দবাজি ফাটানো থেকে শুরু করে সরোবরের জলে নানা জিনিস ফেলা ও তার জেরে দূষণ দুই সরোবরের বাস্তুতন্ত্রে প্রভাব ফেলেছে । তাই পরিবেশ আদালতের নির্দেশে বেশ কয়েক বছর ধরেই নিষিদ্ধ হয়েছে পুজোর ভাসান, ছট পুজোর আচার পালন ।
তবে সেই নির্দেশ পালনে এই দুই সরোবরের দায়িত্বপ্রাপ্ত কেএমডিএ ব্যর্থ বলেই কয়েকবছর অভিযোগ তুলেছিলেন পরিবেশ কর্মী থেকে শুরু করে প্রাতঃভ্রমণকারীরা । এই দুই জলাশয় বাঁচানোর দাবিতে বহুবার রাস্তায় নেমেছেন তাঁরা । তাতে ফল হয়েছে, কিছুটা নড়েচড়ে বসেছে কেএমডিএও ৷ কয়েক বছর ধরে দুই সরোবরের সমস্ত গেট বন্ধ করে দেওয়া হয় । এবারও বাঁশ দিয়ে বেঁধে দেওয়া হয়েছে । পাশাপাশি গেটেই নির্দেশিকা দেওয়া হয়েছে শনিবার সন্ধে থেকে সোমবার পর্যন্ত বন্ধ থাকবে এই দুই সরোবর (Rabindra Sarabor And Subhas Sarobar closed before Chhath puja)।