পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Rabindra Bharati VC: রাজ্যপালের কাছে পদত্যাগপত্র পাঠালেন রবীন্দ্রভারতীর উপাচার্য

উপাচার্য পদে আর থাকতে চান না রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী । তিনি পদত্যাগপত্র পাঠিয়েছেন রাজ্যপালের কাছে (Sabyasachi Basu Roy Chaudhury resigns) ৷

ETV Bharat
রবীন্দ্রভারতীর উপাচার্য পদে পদত্যাগ সব্যসাচী বসু রায়চৌধুরীর

By

Published : Mar 3, 2023, 8:36 PM IST

কলকাতা, 3 মার্চ:রাজ্যের অন্যান্য বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের থেকে ভিন্ন পথে হেঁটে ব্যাতিক্রমী সিদ্ধান্ত নিলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী । সূত্রের খবর, রাজ্যপাল তথা বিশ্ববিদ্যালয়ের আচার্য সিভি আনন্দ বোসকে ইমেল মারফৎ নিজের পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন রবীন্দ্রভারতীর উপাচার্য ৷ আরও জানা গিয়েছে, ভবিষ্যতে তিনি আর কোনও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদেই থাকতে আগ্রহী নন বলে জানিয়েছেন সব্যসাচী বসু রায়চৌধুরী (Sabyasachi Basu Roy Chaudhury) ৷

উল্লেখ্য, গত 1 মার্চ রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু ও রাজ্যপাল সিভি আনন্দের মধ্যে যে বৈঠক হয়, সেখানে উপস্থিত ছিলেন রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা ৷ সেই বৈঠকে সিদ্ধান্ত হয়, যেসব বিশ্ববিদ্যালয়ে উপচার্য নিয়োগ নিয়ে জটিলতা তৈরি হয়েছে সেই উপাচার্যরা প্রথমে পদত্যাগ করবেন, তারপর আবার তিন মাসের মেয়াদ বাড়িয়ে উপাচার্যদের পুরনো পদে নিয়োগ করবেন রাজ্যপাল ৷ এই সিদ্ধান্ত অনুযায়ী রাজ্যের 27টি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের মেয়াদ বৃদ্ধির কথা ৷

ইতিমধ্যেই রাজ্যের বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদত্যাগ করে ফের পুরনো পদে নিয়োগের চিঠি পেয়ে গিয়েছেন ৷ আর এই জায়গায় দাঁড়িয়েই উলটো পথে হাঁটলেন রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের (Rabindra Bharati University) উপাচার্য সব্যসাচী বসু রায়চৌধুরী । পদত্যাগ করলেও তিনি আর উপাচার্য পদে ফিরতে আগ্রহী নন বলে জানিয়ে দিয়েছেন ৷ সরকারিভাবে এই বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে তাঁর মেয়াদ শেষ হবে 18 মার্চ ।

সূত্রের খবর, একবার পদত্যাগ করতে বলে তারপর ফের ওই একই পদে পুনর্বহালের যে সিদ্ধান্ত রাজ্যের তরফে নেওয়া হয়েছে তাতে আপত্তি রয়েছে সব্যসাচী বসু রায়চৌধুরী ৷ যদিও এবিষয়ে সব্যসাচী বসু রায়চৌধুরীকে ফোনে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা হলেও তিনি ফোন ধরেননি । আর উপাচার্য নয়, অধ্যাপক হিসেবেই তিনি কাজ করতে চান বলে খবর । রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ে তিনি রাষ্ট্রবিজ্ঞান পড়াতেন, তাই শুধু রাষ্ট্রবিজ্ঞানের অধ্যাপক হিসেবেই থাকতে চান তিনি ।

আরও পড়ুন: আস্থা-অনাস্থার টানাটানিতে বর্ধিত বাজেট অধিবেশনে জেরবার হবেন স্পিকার

প্রসঙ্গত, এর আগে সব্যসাচী বসু রায়চৌধুরীর সঙ্গে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয়ের তৃণমূল ছাত্র সংগঠনের কিছু পড়ুয়াদের সঙ্গে সমস্যা হয় । যদিও তা পরে মিটে যায় । এমনকি এই বিশ্ববিদ্যালয় কাজ করতে তাঁর অসুবিধা হচ্ছে, একথা জানিয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর কাছে তিনি পদত্যাগের ইচ্ছে প্রকাশ করেছিলেন । তারপর বিকাশ ভবনে একটি সরকারি অনুষ্ঠানে গিয়ে রবীন্দ্রভারতী বিশ্ববিদ্যালয় নিয়ে সংবাদমাধ্যমের কাছে নিজের ক্ষোভও প্রকাশ করেছিলেন তিনি । তবে এই ঘটনাটি ঘটেছিল ব্রাত্য বসুর অনুপস্থিতিতে । তবে শিক্ষামন্ত্রীর সামনে তাঁর অভিযোগের কথা তিনি জানিয়েছেন কি না জিজ্ঞেস করায় সব্যসাচী বসু রায়চৌধুরী বিষয়টি অস্বীকার করেন ৷

তবে তখন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু জানিয়েছিলেন, "আমার সঙ্গে ওনার রীতিমত যোগাযোগ আছে । সেরকম কোনও অভিযোগ নেই । সব বিশ্ববিদ্যালয়ে টুকটাক কিছু হয় । আমার মনে হয় না এগুলো গুরুতর কিছু । আমাদের মাথায় রাখতে হবে বিশ্ববিদ্যালয় সবার । কিন্ত তার মধ্যেও প্রশাসনিক কিছু দায়িত্ব থাকে । তিনি উপাচার্য । এক্ষেত্রে তাঁর মতই চূড়ান্ত ।"

ABOUT THE AUTHOR

...view details