পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

কমিশন আশ্বাস দিয়েছিল, বাস্তবায়িত হয়নি : রবিন দেব - rabin deb

সপ্তম দফার নির্বাচনে অশান্তির অভিযোগ জানাতে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে গেলেন রবিন দেব ৷ তাঁর অভিযোগ, কমিশন আশ্বাস দিয়ে রাখতে পারেনি ৷

ফাইল ফোটো

By

Published : May 19, 2019, 7:55 PM IST

কলকাতা, 19 মে : সপ্তম দফার ভোট শেষে কমিশনের দ্বারস্থ CPI(M) নেতা রবিন দেব । তাঁর অভিযোগ, শান্তিপূর্ণ ভোটের যে আশ্বাস কমিশন দিয়েছিল তার কিছুই করেনি । রবিন দেবের দাবি, বিগত 6 দফার পাশাপাশি এই দফাতেও শান্তিপূর্ণ ভোট হয়নি ।

সপ্তম দফার নির্বাচনে অশান্তির অভিযোগ জানাতে আজ মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তরে পৌঁছান রবিন দেব । সেখানে মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি বলেন, "শেষ পর্যায়ে নির্বাচনে দফায় দফায় অভিযোগ জানাতে বাধ্য হয়েছি । কমিশন যে আশ্বাস দিয়েছিল, তা বাস্তবায়িত হয়নি । সব বুথে কেন্দ্রীয় বাহিনী ছিল না । এর জেরে ভোটে অশান্তি হয়েছে । কুইক রেসপন্স টিম কাজ করেনি ।"

পাশাপাশি তিনি আরও অভিযোগ তুলে বলেন, "উত্তর কলকাতার বেলগাছিয়া, এন্টালি, মানিকতলা এই জায়গাগুলোতে সকাল থেকেই সমস্যা হয় । CPI(M)-র পোলিং এজেন্টদের ঢুকতে দেওয়া হয়নি । বসিরহাটে 50 শতাংশ বুথে বিরোধীদের পোলিং এজেন্টদের বসতে দেওয়া হয়নি । দমদমে কাল রাতে বাড়ি বাড়ি হুমকি দেওয়া হয় । পোলিং এজেন্টদেরও হুমকি দেওয়া হয় ।"

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details