কলকাতা, 31 মে: তিন নয়, এবার বাংলায় জারি হল চার বছরের স্নাতক কোর্স । উচ্চশিক্ষা দফতর থেকে জারি করা হয়েছে নির্দেশিকা । সেই নির্দেশ অনুযায়ী, এই বছর থেকেই চার বছরের অনার্স কোর্স করতে পারবেন পড়ুয়ারা । তবে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের এক সপ্তাহ পর কেন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল, তা নিয়েই প্রশ্ন তুলছে শিক্ষামহল ।
এই নির্দেশিকা নিয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক পার্থপ্রতিম রায় বলেন, "যখন প্রায় সমস্ত বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে স্নাতক স্তরের ভর্তির প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে, সেখানে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোনও অতিরিক্তি পরিকাঠামো না দিয়ে, একদমই শেষ মুহূর্তে 4 বছরের কোর্সে ভর্তির সিদ্ধান্ত নিল । এর ফলে সরকার আরও একবার প্রতিষ্ঠা করল যে তারা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে আগামিদিনে বেসরকারি হাতে তুলে দেবে ।’’
একই প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদ দেবাশিস সরকার । তাঁর মতে, এই শিক্ষানীতি জারি করা অনিবার্য । উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের এক সপ্তাহ পর কেন এই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হল ? একই সঙ্গে উচ্চশিক্ষা দফতর থেকে জারি হওয়া বিজ্ঞপ্তির মান নিয়েও প্রশ্নও তুলেছেন তিনি । তিনি বলেন, "জাতীয় শিক্ষানীতিতে বলা আছে যদি কোনও পড়ুয়া পড়াশোনার মাঝে সেই কোর্স থেকে বেরিয়ে যেতে চায়, তাহলে সেও একটি সার্টিফিকেট হাতে নিয়ে ওই বছর বেরোতে পারবে । এই বিষয়গুলো কিছুই বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়নি । তার ফলে যাঁরা অনার্স ও পাস কোর্সে ভর্তি হবেন, তাঁদের মধ্যে তার সংশয় থেকে যাবে । এটা ভাবতে অবাক লাগছে যে একটা দফতর যে এত বড় একটা নীতি নিয়ে সিদ্ধান্ত নিতে এত সংকটে ভুগছে ।"