কলকাতা, 11 মে : ইতিমধ্যেই সিবিএসই এবং আইসিএসই দশম শ্রেণির বোর্ড পরীক্ষা বাতিল হয়ে গিয়েছে । মাধ্যমিক পরীক্ষা নিয়ে সিদ্ধান্তে এই টালবাহানার কারণে ওদিকে উদ্বেগ বাড়ছে পরীক্ষার্থীদের এবং অভিভাবকদের মধ্যে । যদিও সরকারি ভাবে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে এই ব্যাপারে কোনও সরকারি সিদ্ধান্ত হয়নি, কিন্তু পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই রাজ্যসরকারের জানিয়ে দেওয়া হয়েছে যে অতিমারী পরিস্হিতিতে এবং আংশিক লকডাউনের মধ্যে প্রস্তুতি নিয়ে জুন 1 থেকে পরীক্ষা শুরু করা একেবারেই অসম্ভব ।
করোনার ভয়ঙ্কর পরিস্থিতিতে কী হবে এইবারের মাধ্যমিক পরীক্ষার্থীদের ভবিষ্যৎ ? 1 জুন থেকে মাধ্যমিক শুরু হওয়ার কথা এবার । কিন্তু এই পরিস্থিতিতে কি আদৌ সূচি মেনে পরীক্ষা শুরু করা সম্ভব ? পিছোবে কি এই বারের মাধ্যমিক পরীক্ষা ? নাকি একেবারেই বাতিল হবে পরীক্ষা । এই নিয়ে ধোঁয়াশা বাড়ছে ক্রমশই।