কলকাতা, 24 ফেব্রুয়ারি:তবে কি মাধ্যমিক পরীক্ষার দ্বিতীয় দিন ফাঁস হয়ে গেল ইংরেজির প্রশ্নপত্র ? এই প্রশ্ন উসকে দিয়েছে বিজেপি'র রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের একটি টুইট ৷ শুক্রবার দুপুরে এই টুইট করেন রাজ্য বিজেপি সভাপতি ৷ এই টুইটে মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানানোর পাশাপাশি, ইংরেজি প্রশ্নপত্রের ছবিও দেন তিনি (Sukanta Majumdar) ৷ তবে ওই 3টি পাতা যে এবারের ইংরেজি প্রশ্নপত্রেরই অংশ তা মেনে নিয়েছে পর্ষদ ৷ যদিও প্রশ্ন ফাঁসের কথা মানতে চাননি মধ্যশিক্ষা পর্ষদের প্রধান রামানুজ গঙ্গোপাধ্যায় ৷ বিষয়টিকে তিনি পরিকল্পিত অন্তর্ঘাত বলে উল্লেখ করেছেন ৷
সুকান্তর ওই টুইটের পরেই জল্পনা ছড়ায়, তবে কি পরীক্ষা শুরুর কিছুক্ষণের মধ্যেই ফাঁস হয়ে গিয়েছে এবারের ইংরেজি প্রশ্নপত্র ? তা না-হলে পরীক্ষা শেষের আগে সুকান্ত মজুমদারের কাছে ওই প্রশ্ন পত্রের ছবি এল কোথা থেকে ? এদিন ছিল মাধ্যমিকের দ্বিতীয় ভাষা অর্থাৎ ইংরেজির পরীক্ষা (English exam of Madhyamik) ৷ পর্ষদের বিবৃতিতে বলা হয়েছে, 16 পাতার প্রশ্ন পত্রের 3টি পাতার ছবি সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হয় দুপুর 1টা 40 নাগাদ ৷ পরীক্ষা শুরু হয় 12টায় ৷ এটা পরিকল্পিত ৷ প্রশ্নপত্র ফাঁস হয়নি, কারণ ফাঁস হলে 16টি পাতাই পরীক্ষা শুরুর আগে ছড়িয়ে পড়ত ৷ বিষয়টি নিয়ে প্রশাসনকে তদন্ত করতে বলা হয়েছে ৷
এদিন টুইটে সুকান্ত মজুমদার লেখেন, "আজ মাধ্যমিকের ইংরেজি পরীক্ষা । সকল পরিক্ষার্থীদের শুভেচ্ছা জানাই । যদিও আজ সকাল থেকেই এবারের মাধ্যমিক পরীক্ষার ইংরেজি প্রশ্নপত্র বলে এই প্রশ্ন ঘুরে বেড়াচ্ছে । কিছু সময়ের মধ্যেই প্রশ্নপত্র ফাঁস হয়েছে কি না তা স্পষ্ট হয়ে যাবে। " এর সঙ্গে তিনি প্রশ্নপত্রের ছবিও দেন । যেখানে দেখা যাচ্ছে প্রশ্নপত্রে 10 নম্বর পৃষ্ঠায় ভয়েস চেঞ্জ, ইনডায়রেক্ট স্পিচ এবং সিম্পেল সেন্টেন্সের তিনটি এবং ফ্রেজাল ভার্বের 3টি প্রশ্ন রয়েছে (Madhyamik examination 2023)।