কলকাতা, 28 অগস্ট: জোকা-বিবাদী বাগ মেট্রোর কাজ করতে গিয়ে খিদিরপুরের জালা লেনের নিকাশি পাইপের কিছুটা অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে । কলকাতা পৌরনিয়ম বিষয়টি নির্মাণকারী সংস্থা রেল বিকাশ নিগম লিমিটেডকে (আরভিএনএল) জানিয়ে নিকাশি পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ার জন্য ক্ষতিপূরণ দাবি করেছে । তবে আরভিএনএলের পক্ষ থেকে নিকাশি পাইপ ক্ষতিগ্রস্ত হওয়ায় ক্ষতিপূরণ চাওয়ার বিষয়টিকে ভিত্তিহীন বলে জানানো হয়। ক্ষতিপূরণের দাবি জানিয়ে কলকাতা পৌরনিগমের থেকে সংস্থা কোনও চিঠি পায়নি বলে দাবি করল আরভিএনএল(Rail Vikas Nigam Limited)।
লাইন 3 বা পার্পেল লাইন যেটি জোকার সঙ্গে বিবাদী বাগকে মেট্রোর মাধ্যমে যোগ করবে সেই অংশের মেট্রোর কাজের জন্য খিদিরপুরের জালা লেনের নিকাশি পাইপ লাইনে গ্লাস ফাইবার বা জিআরপি লাইনিং ক্ষতিগ্রস্ত হয় ।
অন্যদিকে, আরভিএনএলের দাবি কাজ শুরু হওয়ার আগে একাধিকবার কলকাতা পৌরনিগমের থেকে ভূগর্ভস্থ নিকাশির নকশা চাওয়া হলেও তা দেওয়া হয়নি ।
এই ঘটনায় একাধিকবার চাওয়া সত্ত্বেও কেন এই নকশা নির্মাণকারী সংস্থার হাতে তুলে দেওয়া হয়নি ? তাহলে কি কলকাতা পৌরনিগমের কাছে শহর কলকাতার ভূগর্ভস্থ একাধিক এলাকার নকশা নেই ? এইসব বিষয় নিয়ে প্রশ্ন তুলছে বিশেষজ্ঞ মহল(question arises about the lack of coordination rvnl with kmc regarding the damage to sewer pipe)।
আরও পড়ুন :মেট্রো পরিষেবাকে আরও পোক্ত করতে 'ফিডার সার্ভিস' দেবে পরিবহণ দফতর
আরভিএনএলের এক আধিকারিকের মতে, কলকাতার মতো একটি পুরনো শহরের মাটির নিচে ঠিক কোথায় কি রয়েছে তার একটা সম্মুখ ধারণা পেতে হলে চাই নকশা । যেহেতু এটি একটি অত্যন্ত পুরনো শহর তাই এবং আর পাঁচটা স্মার্টসিটির মতো এটি তৈরি করা হয়নি তাই মাটির তলায় কোথায় কী থাকতে পারে তা আন্দাজ করা সম্ভব নয় । তাই নকশা ছাড়াই কাজ এগিয়ে থাকে ।যথারীতি পাইলিংয়ের কাজের জন্য শুরু হয় ট্রেঞ্চিং । প্রায় দু'মিটার পর্যন্ত ট্রেঞ্চিংয়ের কাজ চলে । সাধারণত 99 শতাংশ ক্ষেত্রেই এই দুই মিটারের মধ্যেই থাকে নগর উন্নয়নের যাবতীয় 'ইউটিলিটি' পরিষেবা । অর্থাৎ নিকাশি বা যাবতীয় পাইপ । তখন এই পাইপ নজরে আসায় পৌরনিগম কেউ তা জানানো হয়েছিল তবে আরভিএনএলের দাবি যে, পৌরনিগমের পক্ষ থেকে বলা হয় এই পাইপগুলি আর এখন ব্যবহার করা হয় না তাই কাজ এগিয়ে নিয়ে যাওয়া যেতে পারে । সেই মতোই নির্মাণকারী সংস্থা আরভিএনএল এগিয়ে নিয়ে যায় মেট্রোর কাজ ।
আরও পড়ুন :নিকাশি পাইপের জিআরপি লাইনিং নষ্টের ক্ষতিপূরণ দিতে রাজি মেট্রো
আরভিএনএলের পক্ষ থেকে জানানো হয়, যে ক্ষতিপূরণের কথা বলা হচ্ছে সেই বিষয় পৌরনিগমের পক্ষ থেকে তাদের কাছে লিখিতভাবে কিছু আসেনি । যে বিভিন্ন জটিলতার কারণে মাঝেরহাট থেকে মোমিনপুর অংশে মেট্রোর কাজ থমকে ছিল । তাই মাঝেরহাট মোমিনপুর এসপ্ল্যানেড খিদিরপুর অংশের নিকাশি লাইন সারাতে এবং অন্যত্র পাতার জন্য কেএমসিকে গতবছর মে মাসেই 3.8 কোটি টাকা দেওয়া হয়েছে ।
তবে এই তরজা সরিয়ে মেট্রোর এই অংশের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার বিষয় একমত হয়েছে দুই পক্ষ । পৌরনিগম এবং আরভিএনএল যৌথ বৈঠক করার পরে এই কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য সব রকম সহায়তা করবে বলে খবর ।
আরও পড়ুন :পেমেন্ট অ্যাপ থেকেই স্মার্ট কার্ডে অনলাইন রিচার্জের সুবিধা আনছে কলকাতা মেট্রো