কলকাতা, 16 অগস্ট: বেহালায় পথ দুর্ঘটনায় শিশু মৃত্যুর রেশ এখনও কাটেনি ৷ এরইমধ্যে বুধবার সকালে নিউটাউন এলাকায় দুর্ঘটনার কবলে পড়ে একটি পুলকার । এর ফলে আবারও প্রশ্নের মুখে স্কুল পড়ুয়াদের নিরাপত্তা । যদিও পুলকার মালিকদের মতে, নিয়মিত সচেতনতামূলক অভিযান চালানো হচ্ছে ৷ তা সত্ত্বেও কিছু চালক নিজেদের দ্বায়িত্ব সম্বন্ধে ওয়াকিবহাল নয় বলে দাবি পুল কারস ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সুদীপ দত্তের ৷
তিনি বলেন, "আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে লাগাতার বিভিন্ন রাস্তায় সচেতনতামূলক অভিযান করি । চালক এবং অভিভাবকদের নিয়ে ওয়ার্কশপও করা হয় । মানুষের কাছে ব্যানার পোস্টার লিফলেটের মাধ্যমে আমাদের বার্তা পৌঁছে দিই । তারপরেও এই ধরনের ঘটনা ঘটছে । এটা সত্যিই খুব দুর্ভাগ্যজনক । সব চালকের দ্বায়িত্ববোধ সমান নয় । তাই গাড়িতে তাঁরা এই ধরনের দ্বায়িত্বজ্ঞানহীন কাজ করে ৷ আর তার ফলেই এই বিপত্তি হয় ।"
তাঁর কথায়, সচেতনতামূলক ক্যাম্প করার সময় অভিভাবকদেরও বলা হয় তাঁরা যেন চালকদের বারে বারে ফোন না করেন । সম্প্রতি বেহালার স্কুল পড়ুয়ার মৃত্যুর ঘটনা সামনে আসার পর ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল । তারপর ট্রাফিক পুলিশের পক্ষ থেকে ওই অঞ্চলে একাধিক নিয়ম চালু করা হয়েছে । এর আগে পোলবায় পুলকার দুর্ঘটনায় মারা গিয়েছিল এক সাত বছরের স্কুল পড়ুয়া। গুরুতরভাবে আহত হয়েছিল আর এক স্কুল পড়ুয়া । তারপর এইরকম আরও একটি মর্মান্তিক ঘটনা ঘটে উলটোডাঙায় । তবে উলটোডাঙার ঘটনায় কেউ নিহত না হলেও আহত হয় গাড়িতে থাকা শিশুরা ।