কলকাতা, 5 জানুয়ারি : এবার থেকে সরকার পোষিত ও সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক শিক্ষিকারাও পাবেন 'কোয়ারান্টিন লিভ' (Quarantine Leave) ৷ শুধুমাত্র সরকারি স্কুলের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মীরা এতদিন এই সুবিধা পাচ্ছিলেন ৷ অবশেষে দু বছরের লাগাতার আবেদনের পর সরকারি পোষিত ও সরকারি অনুমোদিত স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষিকা, শিক্ষাকর্মীরাও পেতে চলেছেন এই সুবিধা (Quarantine Leave for Teachers)৷
দেশের অন্যান্য রাজ্যগুলির মতো বাংলাতেও করোনার গ্রাফ ঊর্ধ্বমুখী ৷ দৈনিক আক্রান্তের সংখ্যা 9 হাজারের গণ্ডি ছাড়িয়ে গিয়েছে । বেড়েছে মৃত্যুর সংখ্যাও ৷ সবদিক বিবেচনা করে রাজ্যে ফের জারি হয়েছে করোনাবিধি ৷ বন্ধ হয়েছে স্কুল-কলেজ । তবে পড়ুয়াদের জন্য স্কুল-কলেজ বন্ধ থাকলেও 50 শতাংশ শিক্ষক ও শিক্ষাকর্মীদের উপস্থিত থাকতে হবে । মূলত স্কুল-কলেজের প্রশাসনিক কাজের জন্যেই আসতে হবে শিক্ষকদের । সংক্রমণ যেভাবে বাড়ছে তাতে যাতায়াতের জন্য গণপরিবহন ব্যবহার করলে সংক্রামিত হওয়ার সম্ভাবনা থেকেই যায় ।
প্রথম লকডাউনের পর থেকেই সরকারি কর্মী হিসেবে সরকার পোষিত ও সরকার অনুমোদিত স্কুলের শিক্ষক শিক্ষিকারা কোয়ারান্টিন লিভের দাবি জানিয়ে আসছেন ৷ এবার তারই মান্যতা মিলল (quarantine leave for teachers of government aided and government sponsored schools and colleges) ।