কলকাতা, 30 অগাস্ট : কোনও চিকিৎসা বিমা ছাড়াই কোরোনা রোগীদের জন্য ওষুধ এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসের খরচে ছাড় দেবে রাজ্যের বেসরকারি হাসপাতালগুলি । গতকাল একথা জানিয়েছেন পশ্চিমবঙ্গ হেল্থ রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান ।
কমিশনের চেয়ারম্যান বিচারপতি অসীমকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “এই ছাড় ব্যক্তিগত বা কর্পোরেট মেডিকেল বিমা আছে এমন কোরোনা রোগীর ক্ষেত্রে প্রযোজ্য হবে না ।” ছাড় নেই এমন ওষুধের বিবরণ দিতে বলা হয়েছে বেসরকারি হাসপাতালগুলিকে ।
কমিশন গত সপ্তাহে পরামর্শ দেয়, হাসপাতালের ফার্মেসি থেকে কেনা হলে কোরোনা রোগীদের ওষুধে কমপক্ষে 10% এবং অন্যান্য প্রয়োজনীয় জিনিসে 20% ছাড় দেওয়া হবে ।
এরপর শুক্রবার এই বিষয়ে কমিশনের ঊর্ধ্বতন কর্তাদের সঙ্গে অ্যাসোসিয়েশন অফ হসপিটালস অফ ইস্টার্ন ইন্ডিয়ার অধীনে বেসরকারি হাসপাতালের একটি প্রতিনিধি দল বৈঠক করে । বেসরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের কর্তারা কমিশনের পরামর্শগুলির বিষয়ে স্পষ্টতা চেয়েছিলেন । এছাড়াও রাজ্যের বেসরকারি হাসপাতালগুলি বিমা কভারেজ না থাকা কোরোনা রোগীদের জন্য নির্ধারিত বেড চার্জ মেনে চলবে বলেও জানিয়েছেন কমিশনের চেয়ারম্যান ।