কলকাতা, 18 অগাস্ট: জামিন হয়ে গেল পুতুল নস্করের । জামিন পেল তার ছায়াসঙ্গী পূর্ণিমাও । সরকারি আইনজীবী জামিনের তেমন বিরোধিতা করেননি বলেই খবর ৷
জামিন পেলেন টালিগঞ্জে পুলিশকে মারধরে অভিযুক্ত পুতুল - beat up Police
দিন কয়েক আগে টালিগঞ্জ থানায় পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল পুতুলকে ৷ জামিন হয়ে গেল সেই পুতুল নস্করের ।
দিন কয়েক আগে টালিগঞ্জ থানায় পুলিশকে মারধরের ঘটনায় গ্রেপ্তার করা হয়েছিল পুতুলকে ৷ ঘটনায় আসরে নামেন খোদ কলকাতার পুলিশ কমিশনার । জানিয়ে দেন, পুলিশ নিগ্রহ সহ্য করা হবে না । অবিলম্বে দোষীদের গ্রেফতার করার নির্দেশ দেন পুলিশ কমিশনার । গ্রেপ্তার করা হয় অভিযুক্তদের । তখনই জানা যায় তারা এক প্রভাবশালী মন্ত্রীর ঘনিষ্ঠ ।
শনিবার আলিপুর আদালতে পেশ করা হয় পুতুল এবং পূর্ণিমাকে । তাদের জামিনের আবেদন জানান আইনজীবী । সরকারি আইনজীবী জামিনের আবেদনের বিরোধিতা না করায় পুতুল ও প্রতিমার জামিন মঞ্জুর হয়ে যায়, সূত্রের খবর তেমনটাই । সরকারি আইনজীবী সৌরীন ঘোষাল আদালতে বলেন, "ধৃতদের ইতিমধ্যেই পুলিশ জিজ্ঞাসাবাদ করে ফেলেছে । তাদের জেল হেফাজতের নির্দেশ দেওয়া হোক ।" ঘটনায় জড়িত বাকিদের পুলিশি হেফাজতের নির্দেশ দেওয়ার অনুরোধ জানান তিনি ।