কলকাতা, 13 জুন : এবার নিউটাউন এনকাউন্টার কাণ্ডে পুলিশ যোগ প্রমাণিত হল । ইতিমধ্যেই ওই পুলিশ কনস্টেবলকে গ্রেফতার করেছে পঞ্জাব পুলিশের অরগানাইজ ক্রাইম কন্ট্রল ইউনিট । জানা গিয়েছে, ভরত কুমারকে মধ্যপ্রদেশের গোয়ালিয়র থেকে বুধবার গ্রেফতার করে পঞ্জাব পুলিশের ওসিসিইউয়ের সদস্যরা । সেদিন গোয়ালিয়রের একটি টোল প্লাজা থেকে কালো রঙের গাড়ি বাজেয়াপ্ত করে পঞ্জাব পুলিশের গোয়েন্দারা । সূত্রের খবর, সংশ্লিষ্ট গাড়ি থেকে উদ্ধার হয় পঞ্জাব পুলিশের কনস্টেবল অমরনাথ সিং-এর আইডি কার্ড । জানা গিয়েছে, জয়পাল সিং ভুল্লার ও জসপ্রিত দুজনেরই বন্ধু ছিল ওই কনস্টেবল । প্রশ্ন উঠেছে, কিভাবে পঞ্জাব পুলিশের ওই কনস্টেবলের আইডি কার্ড পাওয়া গেল ?
তদন্তে পঞ্জাব পুলিশের অরগানাইজ়ড ক্রাইম কন্ট্রোল ইউনিটের গোয়েন্দারা জানতে পেরেছেন, এই কনস্টেবলের আইডি কার্ড ব্যবহার করে অনায়াসে একাধিক টোল প্লাজ়া পার হয়ে যেত । পাশাপাশি গাড়ি চেকিংও হত না । ইতিমধ্যেই পঞ্জাব পুলিশের ওই কনস্টেবলকে নিজেদের হেফাজতে নিয়ে তাকে ম্যারাথন জেরা করতে চায় গোয়েন্দারা । পাশাপাশি ধৃত ভরত কুমার ও এই কনস্টেবলকেও জেরা করতে চায় রাজ্য পুলিশের এসটিএফের গোয়েন্দারা । নিউটাউনের অভিজাত আবাসনে শুট আউটের ঘটনায় ফরেনসিক রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে আসে । রিপোর্টে বলা হয়েছে সেখানে দুই গ্যাংস্টার ছাড়াও তৃতীয় এক ব্যক্তির ফিঙ্গার প্রিন্ট মিলেছে । এই রিপোর্ট সরাসরি রাজ্য পুলিশের এসটিএফের কাছে পেশ করা হয়েছে । রিপোর্ট দেখে এসটিএফের গোয়েন্দারা অনুমান করছেন, ওই ফ্ল্যাটে গ্যাংস্টারদের সঙ্গে নিয়মিত দেখা করতে আসত তৃতীয় কোনও ব্যক্তি । তবে কে এই তৃতীয় ব্যক্তি ? তার খোঁজ চালাচ্ছেন গোয়েন্দারা ।