কলকাতা, 25 নভেম্বর : বিএসএফের সীমানা বৃদ্ধি নিয়ে জনস্বার্থ মামলা হল কলকাতা হাইকোর্টে (PIL in Calcutta HC on BSF Jurisdiction issue) । কেন্দ্রীয় সরকারের বিএসএফের সীমানা বৃদ্ধির সিদ্ধান্ত যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী (Anti Federal Structure) । এর ফলে ভারতীয় সংবিধানের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ভেঙে পড়বে । সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ-এর (Border Security Force-BSF) ক্ষমতা 50 কিলোমিটার পর্যন্ত বাড়িয়ে মূলত রাজ্যের ক্ষমতাকে খর্ব করা হয়েছে, এই অভিযোগ জানিয়েছেন মামলাকারী । এদিন ডিরেক্টর জেনারেল অফ বর্ডার সিকিউরিটি ফোর্সকে মামলার ব্যাপারে ওয়াকিবহাল করানোর নির্দেশ দিলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের ডিভিশন বেঞ্চ । আগামী শুনানির দিন 14 ডিসেম্বর ।
মামলাকারীর তরফে আইনজীবী সব্যসাচী চট্টোপাধ্যায় বলেন, "বর্ডার সিকিউরিটি ফোর্স আইনের অ্যাক্ট 1968-এর সেকশন 139-তে বলা আছে সীমান্তরক্ষী বাহিনী তাদের সীমানা বৃদ্ধি করতে পারে । আগে 15 কিলোমিটার পর্যন্ত তারা তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারত । কিছুদিন আগে কেন্দ্রীয় সরকার বিজ্ঞপ্তি জারি করেছে, গোটা দেশের সীমান্তবর্তী এলাকা থেকে 50 কিলোমিটার পর্যন্ত বর্ডার সিকিউরিটি ফোর্স তাদের ক্ষমতা প্রয়োগ করতে পারবে । এই আইন ইতিমধ্যেই লাগু হয়ে গিয়েছে । আমরা ভেবেছিলাম মুখ্যমন্ত্রী এর বিরুদ্ধে কিছু করবেন ৷ কিন্তু তিনি বাস্তবে কিছুই করেননি । মুখ্যমন্ত্রী দিল্লিতে যাচ্ছেন কিন্তু এই ব্যাপারে কিছু করছেন না । তাঁর ঘনিষ্ঠ আমলারা বিপদে পড়লে তিনি আদালতে ছুটছেন অথচ যেখানে সাংবিধানিক একটি বিষয়ে যুক্তরাষ্ট্রীয় কাঠামো বিরোধী সিদ্ধান্ত নিচ্ছে কেন্দ্র, তার বিরুদ্ধে রাজ্যের মুখ্যমন্ত্রী কিছুই করেননি । আমরা এই আইনের সাংবিধানিক বৈধতা নিয়ে প্রশ্ন করেছি ।"