কলকাতা, 5 অগাস্ট : রাজ্য সরকার একাধিক হাসপাতালকে কোরোনা চিকিৎসা কেন্দ্র হিসেবে ঘোষণা করেছে । তা সত্ত্বেও আক্রান্তরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না । চিকিৎসার জন্য ঘুরতে হচ্ছে একাধিক হাসপাতালে । আজ এসবের বিরুদ্ধে কয়েকজন কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের করেন । কলকাতা হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি জানিয়ে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে মামলা করেছেন গৌতম পুরকাইতসহ অন্যরা ।
"ঠিকমতো চিকিৎসা পাচ্ছেন না আক্রান্তরা", হাইকোর্টের হস্তক্ষেপের আর্জি
কোরোনা আক্রান্তরা সঠিক চিকিৎসা পাচ্ছেন না । ঘুরতে হচ্ছে একাধিক হাসপাতালে । রাজ্য সরকার এবিষয়ে নজর দিচ্ছে না । এসবের বিরুদ্ধে হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা ।
শুভ্রজিৎ চট্টোপাধ্যায় নামে এক কোরোনা আক্রান্ত যুবককে বিভিন্ন হাসপাতালের দ্বারে দ্বারে ঘুরতে হয়েছিল ভরতির জন্য । আরও একজন মধ্য বয়স্ক ব্যক্তিকে জেলা হাসপাতাল থেকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় । ওই ব্যক্তির অত্যন্ত শ্বাসকষ্টজনিত সমস্যা দেখেও জেলা থেকে তাঁকে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয় । মামলাকারীদের দাবি, এই সময়ে রাজ্য সরকারের উচিত ছিল সব মানুষই যাতে ভালো চিকিৎসা পায় সেদিকে নজর দেওয়া । রাজ্য সরকারের এটা দায়িত্বও। পাশাপাশি রাজ্য সরকার যে তথ্য পেশ করছে তা সবসময় বিশ্বাসযোগ্য নয় । এ ব্যাপারে রাজ্য সরকারের আরও স্বচ্ছতার প্রয়োজন রয়েছে ।
তাঁরা জানান, আক্রান্তদের বিভিন্ন হাসপাতালে রেফার করার ক্ষেত্রে ‘পিক অ্যান্ড চুজ়’ নীতির আশ্রয় নেওয়া হচ্ছে অনেক ক্ষেত্রেই । যা সংবিধানের 14 নম্বর ধারার বিরোধী । সব মানুষেরই সমান অধিকার দেওয়া হয়েছে সংবিধানের । মামলাকারীদের তরফে আইনজীবী সব্যসাচী রায় জানিয়েছেন, চলতি সপ্তাহেই মামলাটির শুনানির সম্ভাবনা রয়েছে ।