কলকাতা 3 ফেব্রুয়ারি: বিজেপির আসন্ন রথযাত্রা কর্মসূচি বন্ধ রাখার দাবিতে কলকাতা হাইকোর্টে দায়ের হল জনস্বার্থ মামলা । মামলা করেছেন হাইকোর্টের আইনজীবী রমাপ্রসাদ সরকার । আইনজীবীর দাবি, কোরোনা পরিস্থিতিতে রথযাত্রার অনুমতি দিলে তা আরও সমস্যা তৈরি করতে পারে ৷ এছাড়া এই রথযাত্রায় জনজীবনে বিশৃঙ্খলার সৃষ্টি হতে পারে । এবং সাম্প্রদায়িক হিংসা ছড়াতে পারে ৷
আইনজীবী বলেন, ‘‘294 টি কেন্দ্রে যদি এই রথযাত্রা কর্মসূচি পালনের অনুমতি দেওয়া হয় তাহলে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে । পাশাপাশি রাজ্যের কোরোনা পরিস্থিতি আরও খারাপ হতে পারে । রাজ্যে নির্বাচন আসন্ন ৷ যে কোনও দিন নির্বাচনের তারিখ ঘোষণা হতে পারে । এই পরিস্থিতিতে রাজ্যের আইনশৃঙ্খলা ভেঙে পড়তে পারে । সেই জন্য আদালতের উচিত অবিলম্বে এই কর্মসূচি বন্ধ করার নির্দেশ দেওয়া । এর আগেও 2018 সালে ভারতীয় জনতা পার্টি এই কর্মসূচি পালনের অনুমতি চেয়েছিল আদালতের কাছে ৷ কিন্তু আদালত সেই আরজি খারিজ করে দিয়েছিল ।"