পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

Bhabanipur By-poll : ভবানীপুর উপনির্বাচনের বিরুদ্ধে জনস্বার্থ মামলার শুনানি সোমবার - Hearing

ভবানীপুরের উপনির্বাচন ঘিরে পারদ তুঙ্গে ৷ এই কেন্দ্রে নির্বাচন করা নিয়ে কমিশনকে চিঠি দেন রাজ্যের মুখ্যসচিব ৷ তাঁর এই চিঠি দেওয়ার বিরুদ্ধে গতকাল একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে ৷ তার শুনানি হবে 13 সেপ্টেম্বর অর্থাৎ সোমবার ৷ সঙ্গে থাকবে নির্বাচনের উপর আরেকটি জনস্বার্থ মামলার শুনানিও ৷

কলকাতা হাইকোর্ট
কলকাতা হাইকোর্ট

By

Published : Sep 9, 2021, 12:33 PM IST

Updated : Sep 9, 2021, 1:47 PM IST

কলকাতা, 9 সেপ্টেম্বর : রাজ্যে মোট 5 টি কেন্দ্রে উপনির্বাচন করার কথা । পাশাপাশি দু'টি কেন্দ্রে নির্বাচন করা হয়নি । এই সব কেন্দ্রগুলিতেই একসঙ্গে নির্বাচন করার কথা থাকলেও কলকাতার ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচন করার আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন রাজ্যের মুখ্যসচিব (Chief Secretary) হরিকৃষ্ণ দ্বিবেদী (Hari Krishna Dwivedi) । রাজ্যের মুখ্যসচিবের ওই চিঠির বিরুদ্ধে গতকাল কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা (Public Interest Litigation, PIL) দায়ের করা হয় । আজ ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি (Chief Justice of Calcutta High Court) রাজেশ বিন্দাল (Rajesh Bindal) জানিয়েছেন, আগামী সোমবার অর্থাৎ 13 সেপ্টেম্বর তিনি মামলাটি শুনবেন ।

মামলাকারী হাইকোর্টের আইনজীবী সায়ন বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, করোনা পরিস্থিতির মধ্যে নির্বাচন কমিশনের (Election Commission) কিছু জায়গায় নির্বাচনের এই সিদ্ধান্ত একতরফা । পাশাপাশি রাজ্যের মুখ্যসচিব এইভাবে একটা কেন্দ্রে নির্বাচনের জন্য চিঠি পাঠাতে পারেন না ।

আরও পড়ুন : Primary Teacher Recruitment : নিয়োগে দুর্নীতি! 15 হাজার প্রাথমিক শিক্ষকের নামের তালিকা তলব হাইকোর্টের

কয়েকদিন আগে রাজ্যের 7 টি কেন্দ্রে নির্বাচন করানোর দাবিতে আরেকটি জনস্বার্থ মামলা দায়ের করেছিলেন আইনজীবী রমাপ্রসাদ সরকার ৷

আগামী সোমবার এই দু'টি মামলার বিষয় একসঙ্গে শুনবেন বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি রাজেশ বিন্দাল ৷ উল্লেখ্য 30 সেপ্টেম্বর ভবানীপুর কেন্দ্রে উপনির্বাচনের কথা ঘোষণা করে দিয়েছে নির্বাচন কমিশন ।

Last Updated : Sep 9, 2021, 1:47 PM IST

ABOUT THE AUTHOR

...view details