কলকাতা, 28 জুলাই : শুক্রবার থেকে বাড়ি বাড়ি গিয়ে পালস অক্সিমিটার দিয়ে পরীক্ষা করার ব্যবস্থা করেছে কলকাতা পৌরনিগম । ইতিমধ্যেই প্রত্যেকটি বোরোতে 1000 অক্সিমিটার বিলি করা হয়েছে । পৌরকর্মীরা প্রতিটি এলাকায় গিয়ে পালস অক্সিমিটারের সাহায্যে শরীরে অক্সিজেনের পরিমাণ ঠিক আছে কি না তা পরীক্ষা করবেন । এছাড়া থার্মাল গানের সাহায্যে শরীরের তাপমাত্রাও পরীক্ষা করা হবে ।
কোরোনা নির্ধারণ করতে গণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা শুরু করতে চলেছে কলকাতা পৌরনিগম । জানালেন পৌরনিগমের মুখ্য প্রশাসক ফিরহাদ হাকিম । তিনি বলেন, "কোরোনার সংক্রমণ বাড়ছে । অনেক ক্ষেত্রে উপসর্গহীন হওয়ার ফলে নির্ধারণ করা সম্ভব হচ্ছে না । তাই এই গণ স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে ।"
তিনি আরও বলেন, “শহরজুড়ে অ্যান্টিজেন পরীক্ষাও করা হবে । 16 টি বোরোর প্রতিটি ওয়ার্ডে প্রতিদিন 500 জনের এই পরীক্ষা করা হবে । অ্যান্টিজেন পরীক্ষার ফলাফল দ্রুত পাওয়া যায় ।” এছাড়াও কলকাতা পৌরনিগমের যে 9টি গাড়ি বিভিন্ন এলাকা ঘুরে লালারসের নমুনা সংগ্রহ করছে সেই কাজ চলতে থাকবে বলে জানা গেছে ।