পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / state

গণপরিবহন স্বাভাবিক না হলে, চাকরির ইন্টারভিউ বা লিখিত পরীক্ষা নয় ; PSC-র চেয়ারম্যান - পাবলিক সার্ভিস কমিশন

21 মার্চ থেকে বন্ধ ছিল পাবলিক সার্ভিস কমিশনের দপ্তর। স্থগিত করে দেওয়া হয়েছিল বহু ইন্টারভিউ, লিখিত পরীক্ষা। খনও পর্যন্ত প্রায় 14টি চাকরির পরীক্ষা স্থগিত হয়ে গেছে।

ছবি
ছবি

By

Published : May 19, 2020, 10:57 PM IST

কলকাতা, 19 মে: কোরোনার উদ্ভূত পরিস্থিতির প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন দ্বারা পরিচালিত সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়াতেও । 21 মার্চ থেকে এখনও পর্যন্ত প্রায় 14টি চাকরির পরীক্ষা স্থগিত হয়ে গেছে। থমকে গেছে বহু ইন্টারভিউ প্রক্রিয়া। এই মুহূর্তে পরিস্থিতি কবে স্বাভাবিক হবে তা বোঝা যাচ্ছে না। তবে শুধু লকডাউন ওঠা নয়, যতদিন না পর্যন্ত গণপরিবহন ব‍্যবস্থা সচল হচ্ছে ততদিন লিখিত বা ইন্টারভিউ প্রক্রিয়া সম্ভব নয়। আজ একথা স্পষ্ট জানিয়ে দিলেন পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস।

কোরোনা আবহে 21 মার্চ থেকে বন্ধ ছিল পাবলিক সার্ভিস কমিশনের দপ্তর। স্থগিত করে দেওয়া হয়েছিল বহু ইন্টারভিউ, লিখিত পরীক্ষা। রাজ‍্য সরকারের সিদ্ধান্ত অনুযায়ী, 20 এপ্রিল থেকে স্কেলিটন স্টাফ অর্থাৎ খুব কম সংখ‍্যক কর্মচারী, আধিকারিকদের নিয়ে কাজ শুরু করেছে পাবলিক সার্ভিস কমিশন। তারপর থেকে একে একে বেশ কয়েকটি পরীক্ষার ফল প্রকাশ করেছে কমিশন। তবে, ফল প্রকাশের কাজ চললেও এখনও স্থগিত রয়েছে লিখিত পরীক্ষা, ইন্টারভিউ প্রক্রিয়া। বর্তমান পরিস্থিতির বিচারে সেগুলি চালুর জন্য এখন বেশ কিছুটা সময় অপেক্ষা করতে হবে বলে জানাচ্ছেন কমিশনের চেয়ারম্যান‌।

এপ্রসঙ্গে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "যেগুলি হয়ে গেছে তার যেটুকু প্রক্রিয়া বাকি আছে সেটা আমরা সম্পূর্ণ করার চেষ্টা করতে পারি স্কেলিটন স্টাফ দিয়ে। কিন্তু, যতক্ষণ না গণপরিবহন ব‍্যবস্থা সচল হচ্ছে, ততক্ষণ আগামী কোনও ইন্টারভিউয়ের দিন বা লিখিত পরীক্ষার দিন ঠিক করা যাচ্ছে না। গণপরিবহন চালু না হলে ছেলে-মেয়েরা পরীক্ষা দিতে আসবে কী করে? কাজেই এখন অপেক্ষা করতে হবে কিছুটা সময়। তবে, গণপরিবহন ব‍্যবস্থা একবারেই সচল হবে না । ধাপে ধাপে হবে। সময় লাগবে একটুখানি।"

কোরোনা আবহে থমকে গেছে বহু গুরুত্বপূর্ণ সরকারি পদে নিয়োগের প্রক্রিয়া। যেমন, WBCS 2018-র মেন পরীক্ষার ফলাফলের ভিত্তিতে চলছিল গ্রুপ-সি পদের জন্য ইন্টারভিউ। তা স্থগিত হয়ে গেছে। WBCS 2019-এর মেন পরীক্ষা ও WBCS 2020-র প্রিলিমিনারি পরীক্ষার ফলাফল মে মাসে প্রকাশিত হওয়ার কথা ছিল। যা এখনও পর্যন্ত হয়নি। মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট 2018-র মেন পরীক্ষার ফলাফলও এখনও প্রকাশিত হয়নি। যা মার্চ মাসে প্রকাশ হওয়ার কথা ছিল। এভাবেই বহু নিয়োগ প্রক্রিয়া থমকে রয়েছে বর্তমানে‌। স্বাভাবিকভাবেই চাকরিপ্রার্থীদের মনে প্রশ্ন উঠছে কবে হবে ফল প্রকাশ? কবে থেকে শুরু হবে ইন্টারভিউ প্রক্রিয়া?

মিসলেনিয়াস সার্ভিস 2018-র মেন পরীক্ষার ফলাফলের বিষয়ে জানতে চাওয়া হলে দেবাশিস বোস বলেন, "মিসলেনিয়াস 2018-র মেন পরীক্ষার ফলাফল বাকি। ফলাফল প্রকাশ হলে ইন্টারভিউ হবে। আগে ফলাফল বের করার চেষ্টা করছি। তবে ইন্টারভিউয়ের দিন এখন স্থির করা যাচ্ছে না । আগে দেখতে হবে কবে চূড়ান্তভাবে লকডাউন শেষ হচ্ছে । তবে, লকডাউন শেষ হওয়ার থেকেও বড় কথা, কবে গণপরিবহন চালু হবে। গণপরিবহন চালু না হলে প্রার্থীরা তো ইন্টারভিউ দিতে আসতে পারবেন না‌।"

WBCS এগজ়িকিউটিভ (etc) 2020-র প্রিলিমিনারি পরীক্ষা হয়েছিল 9 ফেব্রুয়ারি। অন‍্যান‍্য বছরের মতোই মে মাসে ফলাফল প্রকাশ হওয়ার কথা ছিল। এমনকি, মেন পরীক্ষা জুলাই মাসে হবে বলে, জানিয়ে দিয়েছিল পাবলিক সার্ভিস কমিশন‌। কিন্তু, মাঝপথে লকডাউন ঘোষণা হওয়ায় গুরুত্বপূর্ণ এই নিয়োগ প্রক্রিয়াও অনিশ্চিত হয়ে পড়েছে। এবিষয়ে চেয়ারম্যান বলেন, "এতদিনে সাধারণত আমরা ফল প্রকাশ করে দিই । মেন পরীক্ষার দিনও দিয়ে দিয়েছিলাম আমরা। কিন্তু, মাঝখানে সব বন্ধ হয়ে গিয়ে মুশকিল হয়ে গেল। জুলাই মাসে মেন পরীক্ষা হবে ঠিক ছিল। কিন্তু, কতদিন পর্যন্ত লকডাউন চলবে এবং গণপরিবহন স্বাভাবিক হতে কতদিন সময় লাগে তার উপরই নির্ভর করবে সবকিছু । কিন্তু, এখন তো কিছুই বোঝা যাচ্ছে না।" তবে প্রিলিমিনারির ফলাফল প্রকাশ নিয়ে এখন ভাবনাচিন্তা করা হচ্ছে বলে জানাচ্ছেন তিনি।

ABOUT THE AUTHOR

...view details