কলকাতা, 6 ডিসেম্বর : আদিবাসীদের রেল ও সড়ক অবরোধের জেরে আটকে পড়া প্রার্থীদের ফের পরীক্ষায় বসার সুযোগ দেবে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । আজ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন পরিচালিত ক্লার্কশিপ পার্ট-2, 2019-এর পরীক্ষা ছিল । কিন্তু ডালখোলায় আদিবাসীরা রেল ও জাতীয় সড়ক অবরোধ করায় শিলিগুড়িতে পরীক্ষাকেন্দ্রে যাওয়ার পথে আটকে পড়েন অনেকে । অনেকে নির্ধারিত সময়ে পৌঁছাতে পারেননি । সেই সব প্রার্থীদের আশঙ্কা দূর করল ডব্লিউবিপিএসসি । কমিশনের তরফে জানানো হয়েছে, যাঁরা পরীক্ষা দিতে পারেননি তাঁদের দ্বিতীয়বার পরীক্ষায় বসার সুযোগ দেওয়া হবে ।
আজ সকাল 11টা থেকে 12টা পর্যন্ত রাজ্যজুড়ে ক্লার্কশিপ পার্ট-2, 2019-এর পরীক্ষা ছিল । প্রায় 66 হাজার পরীক্ষার্থীর পরীক্ষায় বসার কথা ছিল । কিন্তু রেল ও রাস্তা অবরোধের কারণে শিলিগুড়ির পরীক্ষাকেন্দ্রে হাজির হতে পারেননি অনেকেই । বিষয়টি বুঝে পরীক্ষার্থীদের আরও একবার সুযোগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন । কমিশনের চেয়ারম্যান দেবাশিস বোস বলেন, "ডালখোলায় রেল ও রাস্তা অবরোধের কারণে মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুর জেলার পরীক্ষার্থীরা শিলিগুড়ির কেন্দ্রে পৌঁছাতে পারেনি । অনেকেই আজকের ক্লার্কশিপ পার্ট-2 পরীক্ষায় সময়ে হাজির হতে পারেননি । প্রমাণ সহ আবেদন করলে তাঁরা ফের একবার পরীক্ষায় বসতে পারবেন । প্রার্থীদের সুবিধার্থে আমরা এই সিদ্ধান্ত নিয়েছি ।"