কলকাতা, 9 জুলাই:পঞ্চায়েত নির্বাচন ঘিরে টুকরো টুকরো হিংসার ছবি শনিবার দেখেছে বাংলাবাসী ৷ কোথাও ভোট লুঠ, আবার কোথাও ব্যালট বক্স পোড়ানো, গণতন্ত্রের অধিকার প্রয়োগ করতে গিয়ে আমজানতার আক্রান্ত হওয়ার ঘটনাও ঘটছে ৷ এখানেই শেষ নয়, আক্রান্ত হয়েছে পুলিশও ৷ কার্যত সব মিলিয়ে শনিবারের পঞ্চায়েত নির্বাচন ছিল সন্ত্রাসপূর্ণ ৷ এই সব কিছু জানিয়েই রাজ্যনির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে সংগ্রামী যৌথ মঞ্চ ৷ রক্তক্ষয়ী এই ভোটের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে কমিশনে স্মারকলিপিও জমা দিয়েছেন যৌথ মঞ্চের সদস্যরা । সোমবার নাগরিক মিছিলেরও ডাক দিয়েছে যৌথ সংগ্রামী মঞ্চ ।
সংগ্রামী যৌথ মঞ্চ আগেই ঘোষণা করেছিল ভোটের দিন পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী নিরাপত্তা দিতে হবে ভোট কর্মীদের । যৌথ মঞ্চের পক্ষ থেকে একটি কন্ট্রোল রুম খোলা হবে । ভোট কর্মীরা কোথাও কোনও সমস্যায় পড়লে বা অস্বাভাবিক পরিবেশ তৈরি হলে সেই অভিযোগ তাঁরা এই কন্ট্রোলরুমে জানাবেন । সেইমতো শনিবার দিনভর প্রায় বারো’শো অভিযোগ জমা পড়েছে এই কন্ট্রোলরুমে । যার অধিকাংশ হল ভোট লুঠের অভিযোগ ৷ জানিয়েছেন ভোট কর্মীরা ।
যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ কমিশনের স্মরকলিপি দিয়ে জানান, 1200 বেশি অভিযোগ জমা পড়েছে যৌথ মঞ্চের খোলা কন্ট্রোল রুমে । সেই অভিযোগ কমিশনে জমাও দেওয়া হয়েছে । বুথের মধ্যে থাকা ভোট কর্মীরাও সন্ত্রস্ত ছিলেন, এমনটাই অভিযোগ যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষের । তাই কমিশনের কাছে ভোট কর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে কাউন্টিং সেন্টারের ভিতর এবং বাইরে কেন্দ্রীয় বাহিনীর দাবি করেছেন নির্বাচনের ফল প্রকাশের দিন ।