কলকাতা, 16 জানুয়ারি: খাস কলকাতায় গৃহবধূকে অ্যাসিড খাইয়ে হত্যা করার অভিযোগ উঠল এক প্রোমোটারের বিরুদ্ধে । অভিযোগ, প্রোমোটিং-এ বাধা দেওয়াকে কেন্দ্র করে ঝামেলা বাঁধে এবং সেই ঝামেলা থেকেই মহিলাকে অ্যাসিড খাইয়ে খুন করা হয় । ঘটনাটি ঘটেছে হরিদেবপুর (Haridevpur Murder) থানার পূর্ব পাড়া এলাকায় । মৃতার নাম লক্ষ্মী সাউ (Woman allegedly murdered by feeding acid)।
অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ:সোমবার সকালে এক প্রোমোটারের বিরুদ্ধে ওই গৃহবধূকে অ্যাসিড খাইয়ে খুনের অভিযোগ করে তাঁর পরিবার । তাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে কয়েকজন প্রোমোটার তাঁদের জায়গা বিক্রি করিয়ে সেখানে ফ্ল্যাট তুলতে চাইছিলেন । সেই ঘটনায় বাধা হয়ে দাঁড়িয়েছিলেন লক্ষ্মী সাউ । সোমবার তিনি রোজকার মতো প্রাতঃভ্রমণে বেরিয়েছিলেন ৷ কিন্তু বেলা হয়ে যাওয়ার পরেও তিনি বাড়িতে না ফিরলে সন্দেহ হয় পরিবারের লোকজনের ।
রক্তাক্ত দেহ উদ্ধার:তাঁরা হন্যে হয়ে তাঁকে খোঁজার চেষ্টা করেন । অভিযুক্ত প্রোমোটার সমীরের ফ্ল্যাটের পাশেই লক্ষ্মী সাউকে রক্তাক্ত (Kolkata Murder Case) অবস্থায় পড়ে থাকতে দেখা যায় । তাঁকে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা জানান যে তাঁর মৃত্যু হয়েছে । অ্যাসিড খেয়ে লক্ষ্মীর মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা ৷ ওই মহিলা স্বেচ্ছায় অ্যাসিড খেয়েছেন, নাকি তাঁকে জোরজবরদস্তি কেউ অ্যাসিড খাইয়েছে, সেই নিয়ে শুরু হয়েছে তদন্ত ।